শনিবার, জানুয়ারি ৪, ২০২৫
শিরোনাম:
Homeবিনোদনসারা দেশে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস

সারা দেশে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস

- Advertisement -spot_img

আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। সারা দেশে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনায় দিনটি উদযাপন করা হচ্ছে। মহান মুক্তিযুদ্ধের বীরদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করছে জাতি। ফুলে ফুলে ভরে উঠছে দেশের সবগুলো শহীদ স্মৃতিস্তম্ভ। দেশের বিভিন্ন জেলায় বিজয় দিবসের আয়োজন নিয়ে জানাচ্ছেন বাংলা ট্রিবিউনের প্রতিনিধিরা।  

রংপুর: বিভাগীয় নগরী রংপুরে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে স্বাধীনতা যুদ্ধে মহান শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। মেট্রোপলিটন পুলিশের একটি সুসজ্জিত দল শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অব অনার প্রদর্শন করে।

শ্রদ্ধা নিবেদন করে মুক্তিযোদ্ধা সংসদ, রংপুর বিভাগীয় কমিশনার শহীদুল ইসলামের নেতৃত্বে বিভাগীয় প্রশাসন, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশ প্রশাসন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলীর নেতৃত্বে মেট্রোপলিটন পুলিশ, জেলা প্রশাসক রবিউল ফয়সাল এবং পুলিশ সুপার শরীফ আহমেদের নেতৃত্বে জেলা ও পুলিশ প্রশাসন।  এর পরপরই জেলার সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের মানুষ শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে।

নোয়াখালী: নোয়াখালীতে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হচ্ছে। দিবসের প্রথম প্রহরে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে জেলা স্মৃতিস্তম্ভের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ ও পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক।

এরপরেই সৃতিস্তম্ভ জেলার সর্বসাধারণের শ্রদ্ধার্ঘ নিবেদনের জন্য উন্মুক্ত করা হয়। এ সময় জেলার মুক্তিযোদ্ধা, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলসহ সর্বসাধারণ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেন।

এ ছাড়া দিবসটি উপলক্ষে দিনভর আলোচনা সভা, বিজয় মেলা, শিশু কিশোরদের জন্য নানান প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা প্রশাসন।

ব্রাহ্মণবাড়িয়া: বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় মহান বিজয় দিবস পালন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, পুলিশ সুপার মোহাম্মদ জাবেদুর রহমান ও বীর মুক্তিযোদ্ধারা শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে গার্ড অব অনারের মধ্য দিয়ে একাত্তরের রণাঙ্গনের বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

এরপরে শহীদ বেদীতে শ্রদ্ধা জানান, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এ এস এম শফিকুল্লাহ। এ ছাড়া বিভিন্ন সরকারি দফতর, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক দলের পক্ষ থেকে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সিয়াম আহমেদের নেতৃত্বে সমন্বয়করা শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় সাধারণ মানুষের সবার কণ্ঠে ছিল বৈষম্যহীন বাংলাদেশ গড়ার পাশাপাশি অদম্য বাংলাদেশকে বিশ্বের বুকে এগিয়ে নেওয়ার‌ দৃঢ় প্রত্যয়।

নওগাঁ: হাজার বছরের গর্বিত বাঙালি জাতির বীরত্বের অবিস্মরণীয় দিন আজ। মহান বিজয় দিবস। প্রতি বছর বিনম্র শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতায় দিনটি পালন করে জাতি। দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে নওগাঁয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহরের মুক্তির মোড়ে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ।

স্মৃতিস্তম্ভে প্রথমে ফুল দিয়ে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মো. আব্দুল আউয়াল। পরে একে একে পুলিশ সুপার কুতুব উদ্দিন, মুক্তিযোদ্ধারা, সিভিল সার্জন, বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্ররাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দল ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

যশোর: যোগ্য মর্যাদায় যশোরে মহান বিজয় দিবস পালিত হচ্ছে। ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনা হয়। এবার যশোর পুরাতন বাসস্ট্যান্ড মোড়ে মহান বিজয়স্তম্ভে এই তোপধ্বনির আয়োজন করা হয়।

শুরুতে বিজয়স্তম্ভে বীর শহীদদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলামের নেতৃত্বে জেলা প্রশাসনের কর্মকর্তারা। এরপর শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার জিয়াউদ্দিন আহমেদসহ পুলিশ কর্মকর্তারা। শ্রদ্ধা নিবেদনের একপর্যায়ে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি সালাম প্রদান করেন পুলিশ সদস্যরা।

এরপর বিজয় স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুযহারুল ইসলাম মন্টু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহ্বায়ক রাশেদ খান, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম ও সদস্যসচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বিপ্লবী ছাত্র মৈত্রী, বিপ্লবী যুব মৈত্রী, যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, আনসার বাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আঞ্চলিক পাসপোর্ট অফিসসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান।

মাগুরা: যথাযোগ্য মর্যাদায় মাগুরায় পালিত হচ্ছে মহান বিজয় দিবস। সকালে নোমানী ময়দানে অবস্থিত শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় দিনটি। পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক অহিদুল ইসলাম, পুলিশ সুপার মিনা মাহমুদাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠন।
দিনটি উপলক্ষে শহরে জেলা বিএনপি, জামায়াতে ইসলামী, খেলাফত আন্দোলন বিজয় মিছিল বের করে।
এ ছাড়া মাগুরা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা এবং সাংস্কৃতিক সংগণ কণ্ঠবীথির আয়োজনে অনুষ্ঠিত হয় আবৃত্তি অনুষ্ঠান। শহরের নোমানী ময়দানে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে শুরু হয়েছে বিজয় মেলা।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here