• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:১০ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
ঘন কুয়াশায় বাস-মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ শৈলকূপায়।গাছে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ শৈলকুপা সব ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের আশ্বাস, অবস্থান কর্মসূচি প্রত্যাহার অস্ত্র মামলায় সম্রাটের বিচার শুরু, গ্রেফতারি পরোয়ানা জারি দক্ষিণ কোরিয়ায় এবার যাত্রীবাহী বিমানে আগুন সাত কলেজের শিক্ষার্থীদের ফের ২৪ ঘণ্টার আল্টিমেটাম যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ যোগ দেবেন জায়মা রহমান কোনো দল জনবিচ্ছিন্ন হলে ৫ আগস্টের মতো পরিণতি হবে: তারেক রহমান আগামী নির্বাচনে চ্যালেঞ্জের চেয়ে সুবিধা বেশি দেখতে পাচ্ছি : ইসি সানাউল্লাহ নড়াইলে দুই প্রতিষ্ঠানকে ৩৪ হাজার টাকা জরিমানা

ওরেগনের পাবলিক ভাস্কর্যের গুগলি চোখ ভাইরাল

রিপোর্টার নাম: / ১৮ জন দেখেছে
আপডেট : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
ওরেগনের পাবলিক ভাস্কর্যের গুগলি চোখ ভাইরাল

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ওরেগন রাজ্যের বেন্ড শহরে পাবলিক আর্ট বা ভাস্কর্যের ওপর কেউ মজা করে গুগলি চোখ লাগিয়ে দিয়েছে। এটি স্থানীয় বাসিন্দাদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। ইন্টারনেটেও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। এছাড়া ঘটনাটি বিভিন্ন সংবাদমাধ্যমে শিরোনাম করা হয়েছে এবং একটি জনপ্রিয় লেট-নাইট টক শোতেও স্থান পেয়েছে। 

শহর কর্তৃপক্ষ তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে ‘রাউন্ডঅ্যাবাউট আর্ট রুট’ নামে পরিচিত রাউন্ডঅ্যাবাউটগুলোর শিল্পকর্মে গুগলি চোখ লাগানোর ছবি শেয়ার করেছে। এক ছবিতে দেখা যায়, দুটি হরিণের একটি ভাস্কর্যে গুগলি চোখ লাগানো হয়েছে। এছাড়া একটি গোলক আকৃতির ভাস্কর্যেও এরকম চোখ লাগানো হয়েছে। এখনও জানা যায়নি কে বা কারা এগুলো লাগিয়েছে।

হরিণের ভাস্কর্যেও লাগানো হয়েছে গুগলি চোখ। ছবি: এপি।

শহর কর্তৃপক্ষ পোস্টে আরও জানিয়েছে, ‘যদিও এই গুগলি চোখ সরানোর জন্য অর্থ খরচ হয় এবং এতে আর্টের ক্ষতি না করার জন্য বিশেষ যত্ন নিতে হয়। তবে এগুলো আপনাকে হাসাবে।’

ফেসবুক পোস্টটিতে কয়েকশ মন্তব্য এসেছে। কেউ কেউ বলেছে তারা এই গুগলি চোখ পছন্দ করেছে।

এক ব্যবহারকারী লিখেছেন, ‘আমরা গুগলি চোখ ভালোবাসি। এই শহর ক্রমশ গম্ভীর হয়ে যাচ্ছে। এখন একটু মজা করা যাক!’

আরেকজন মন্তব্য করেছেন, ‘বিশেষ করে হরিণের গুগলি চোখ দারুণ দেখাচ্ছে, সেগুলো থাকা উচিত।’

শহরের যোগাযোগ পরিচালক রেনে মিচেল অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন, ‘আমরা আমাদের কমিউনিটিকে শিল্পের সঙ্গে মজা করার জন্য উৎসাহিত করি। তবে আমাদের নিশ্চিত করতে হবে যে আমরা এটি রক্ষা করতে পারি এবং এগুলোর যেন কোনও ক্ষতি না হয়।’

এই পোস্ট এবং মন্তব্য সংবাদমাধ্যমে আলোচিত হয়েছে এবং সিবিএস-এর ‘দ্য লেট শো উইথ স্টিফেন কোলবার্ট’ শোতেও স্থান পেয়েছে।

গুগলি চোখ সরানোর জন্য শহর এখন পর্যন্ত দেড় হাজার ডলার খরচ করেছে। আটটি ভাস্কর্যের মধ্যে সাতটি থেকে চোখ সরানো হয়েছে। কিছু ভাস্কর্যে, পুনরায় রং করার প্রয়োজন হতে পারে।

সূত্র: এপি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ