রবিবার, ডিসেম্বর ২৯, ২০২৪
শিরোনাম:
Homeবিনোদনএনআইডি সেবায় দুর্নীতি: দুদকের অভিযানে আটক ২

এনআইডি সেবায় দুর্নীতি: দুদকের অভিযানে আটক ২

- Advertisement -spot_img

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবায় হয়রানি ও দুর্নীতির অভিযোগে নির্বাচন ভবনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসময় দুজনকে আটক করে করা হয়।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে অভিযান চালিয়েছে দুদকের একটি দল।সকাল ১১টার দিকে ইসির অনুমতি নিয়ে দুদকের চার সদস্যের একটি টিম অভিযান পরিচালনা করে।

বৃহস্পতিবার বিকালে সাংবাদিকদের এনআইডি ডিজি এএসএম হুমায়ুন কবীর জানান, দুদকের অভিযানের সময় দুজনকে আটক করা হয়েছে। এটা এখন তদন্ত করে দেখতে হবে কারা সম্পৃক্ত রয়েছে।

তিনি জানান, ইতোমধ্যে গণমাধ্যমে নভেম্বরে ‘ঘুষ লেনদেনের বিশাল নেটওয়ার্ক ইসিতে’ এমন খবর প্রকাশের পরিপ্রেক্ষিতে দুদক একটি টিম পাঠিয়েছে। তারা ইসি সচিবালয়ের চারদিকে রেকি, তদন্ত করে। এসময় তারা দুজনকে ধরতে পারেন, যারা ইসির অফিসের কেউ নয়, দালাল প্রকৃতির।

ডিজি বলেন, দুদক টিমের সাথে কথা বলে জানতে  পেরেছি- ওই দুজন তাদের মোবাইল থেকে আরও দুজনের সাথে যোগাযোগ করে। একজনের মোবাইল এখন বন্ধ, আরেকজন মোবাইল রেখেই পালিয়ে যায়। ওই মোবাইল থেকে আমরা চেষ্টা করছি জানতে আমাদের ভেতরের কারা জড়িত।

বৃহস্পতিবারের একটি ঘটনা তুলে ধরে এনআইডি ডিজি জানান, সেবা নিতে আসা লোকজনের কাগজপত্র প্রিন্ট দেওয়ার সময় বিষয় ঘটেছে। এসব কাজে কেউ কেউ সম্পৃক্ত। ইসির চিঠিপত্র আদানপ্রদান করেন, প্রকল্পের স্টাফ এমন কয়েকজনের নাম বলেছেন, তাদের বিষয়ে খোঁজ নিয়ে জানা গেছে তারা এনআইডি প্রকল্পের জনবল।

তিনি আরও বলেন, এনআইডি সেবা নিয়ে ইসি সচিবালয়ের লোকবল ও উইংয়ের প্রকল্পের লোক সম্পৃক্ত থাকে। আমাদের প্রকল্পের কেউ বা আমাদের ভেতরের কেউ এটার সাথে জড়িত থাকার সুযোগও রয়েছে। ওইটাই এখন খুঁজে বের করছি।

সকাল ১১টার দিকে ইসির অনুমতি নিয়ে দুদকের চার সদস্যের একটি টিম অভিযান পরিচালনা করে। দুদক সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ বলেন, “আমরা সেবাগ্রহীতা সেজে ভবনের চারপাশে ছদ্মবেশে গতিবিধি পর্যবেক্ষণ করেছি। পাশের কম্পিউটার দোকানগুলোয় এনআইডি কারেকশন করার কথা বললে তাদের কাছে অ্যামাউন্ট দাবি করা হয়—এই অভিযোগের সত্যতা পাওয়া যায়। কিছু লেনদেনের অভিযোগ রয়েছে, আমরা যাচাই-বাছাই করবো, ব্যাংক স্টেটমেন্ট যাচাই করে প্রতিবেদন দেওয়া হবে।”

তিনি জানান, ইসি সচিবালয়ের কর্মকর্তা, পুলিশ সদস্য, আনসার জড়িত থাকার কথা এসেছে। পুরোপুরি তদন্ত করে প্রতিবেদন দেওয়া হবে। ইনিশিয়াল স্টেজে প্রাইমারি হ্যান্ডে যারা কাজ করে তাদেরকে শনাক্ত করছি। চ্যানেলওয়াইজ যা হচ্ছে, তা যাচাই করা হচ্ছে। কিছু এমপ্লয়ির বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ রয়েছে, তাদের অ্যাকাউন্ট যাচাই-বাছাই করছি।

আরও পড়ুন:

এনআইডি সংশোধনের চার লাখ আবেদন তিন মাসে নিষ্পত্তির আশ্বাস ডিজির

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here