শনিবার, জানুয়ারি ৪, ২০২৫
শিরোনাম:
Homeবিনোদনদারুণ শুরুর পর ফিরলেন লিটন

দারুণ শুরুর পর ফিরলেন লিটন

- Advertisement -spot_img

তৃতীয় টি-টোয়েন্টির সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ৫ ওভারে ৪৪/১ (পারভেজ ২৯*, তানজিদ ০*; লিটন ১৪)

চলতি সিরিজে রান পেতেই সংগ্রাম করতে হচ্ছিল লিটন দাসকে। প্রথম দুই ম্যাচে ব্যর্থ ছিলেন ভারপ্রাপ্ত অধিনায়ক। ফিরেছেন ০ ও ৩ রানে। সর্বশেষ ম্যাচে ওপেনিংয়েও নেমেছিলেন। তবে তৃতীয় টি-টোয়েন্টিতে ওপেনিংয়ে নেমে রান পেতে শুরু করেছিলেন তিনি। পারভেজ হোসেনকে সঙ্গে নিয়ে দারুণ সূচনা এনে দিয়েছিলেন। যদিও বেশি দূর যেতে পারলেন না। দলের ৪৪ রানে রোমারিও শেফার্ডের বলে মেরে খেলতে গিয়ে তালুবন্দি হয়েছেন ১৪ রানে। তার ১৩ বলের ইনিংসে ছিল ৩টি চার।  

হোয়াইটওয়াশের মিশনে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

সেন্ট ভিনসেন্টে প্রথম দুই ম্যাচ জিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। এবার তাদের হোয়াইটওয়াশ করার মিশন। সেই লক্ষ্যে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটিতে টস জিতে ব্যাটিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। 

একাদশে কারা

আগের ম্যাচে সৌম্য সরকার চোট পাওয়ায় এই ম্যাচে একটি পরিবর্তন আসতোই। ফলে তার জায়গায় খেলছেন পারভেজ হোসেন। ওয়েস্ট ইন্ডিজ একাদশেও পরিবর্তন আছে দুটি। আন্দ্রে ফ্লেচার ও আকিল হোসেনের জায়গায় খেলছেন জাস্টিন গ্রিভস ও জেইডেন সিলস।

বাংলাদেশ একাদশ: লিটন দাস (উইকেটকিপার ও অধিনায়ক), শামীম হোসেন, তানজিদ হাসান, পারভেজ হোসেন, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী, রিশাদ হোসেন, তানজিম হাসান, মেহেদী হাসান, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্র্যান্ডন কিং, জনসন চার্লস, নিকোলাস পুরান (উইকেটকিপার), জাস্টিন গ্রিভস, রোভম্যান পাওয়েল (অধিনায়ক), রোমারিও শেফার্ড, রোস্টন চেজ, জেইডেন সিলস, গুডাকেশ মোটি, আলজারি জোসেফ, ও ওবেড ম্যাককয়।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here