রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
Homeখেলার খবরঅ্যাস্টন ভিলার মাঠেও হারলো ম্যানসিটি

অ্যাস্টন ভিলার মাঠেও হারলো ম্যানসিটি

- Advertisement -spot_img

দুর্দশার সাগরে হাবুডুবু খাচ্ছে ম্যানচেস্টার সিটি। হাঁপ ছাড়তে পারলো না অ্যাস্টন ভিলার মাঠেও। শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে আরেকটি হার দেখলো চারবারের বর্তমান চ্যাম্পিয়নরা। 

ভিলা সিটিজেনদের হারালো ২-১ গোলে। সব প্রতিযোগিতা মিলে ১২ ম্যাচে এটি পেপ গার্দিওলার দলের নবম হার। এই সময়ে একটি জয় ও দুটি ড্র করেছে তারা।

১৭ ম্যাচ শেষে ২৭ পয়েন্ট নিয়ে পাঁচ থেকে ছয়ে নেমে গেলো ম্যানসিটি। তাদেরকে হারিয়ে ২৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে গেলো ভিলা।

দুই অর্ধে দুটি গোল হজম করেছে ম্যানসিটি। ১৬ মিনিটের মাথায় জন ডুরান স্বাগতিকদের লিড এনে দেন। প্রায় মাঝমাঠ থেকে মর্গান রজার্স বল পায়ে নিয়ে সিটির বক্সের দিকে এগোতে থাকেন। ডুরানকে পাশে পেয়ে তাকেই পাস দেন, তারপর জালে জড়ায় বল।

দ্বিতীয়ার্ধে ডুরানের একটি গোল অফসাইডে বাতিল হলেও ভিলা ঠিক ব্যবধান দ্বিগুণ করেছে। বক্সের বাইরে থেকে জন ম্যাকগিনের সঙ্গে পাস বিনিময় করেন রজার্স। তারপর বক্সে ঢুকে গোলকিপারের ডানপাশ দিয়ে বাঁ পায়ের শটে জাল কাঁপান তিনি। ৬৫ মিনিটে ২-০ গোলে এগিয়ে গিয়ে ম্যাচ দখলে নেয় স্বাগতিকরা।

ম্যানসিটি একটি গোল শোধ দিয়েছিল। কিন্তু ততক্ষণে দেরি হয়ে যায়। ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে ফিল ফডেন করেন গোল। এর আগে ভিলা গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ একাধিক সেভে সিটিকে হতাশ করেন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here