বুধবার, জানুয়ারি ১, ২০২৫
শিরোনাম:
Homeবিনোদনবিআইজেএফের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন

বিআইজেএফের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন

- Advertisement -spot_img

দেশের তথ্যপ্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) ২০২৪-২৬ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ইনফো টেকইন সাইট ডটকমের সম্পাদক মো. এ হালিম (হিটলার এ হালিম)। সাধারণ সম্পাদক পদে বিজয়ী হন দৈনিক সমকালের ডিজিটাল গ্রোথ এডিটর সাব্বিন হাসান এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন চ্যানেল 24-এর স্টাফ রিপোর্টার এনামুল হক।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রাজধানীর কাওরান বাজারে ভিশন-২০২১ টাওয়ারের সম্মেলন কক্ষে ভোট গ্রহণ চলে। ভোট গণনা করে প্রাথমিক ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।

নির্বাচনে ৬৭ জন ভোটারের মধ্যে ৬৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বিআইজেএফর নির্বাহী কমিটির ৯টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ১৮ জন প্রার্থী। অন্যান্য পদে নির্বাচিতরা হলেন– সহ-সভাপতি কমপিউটার বিচিত্রার সম্পাদক ভূঁইয়া ইনাম লেলিন, সাংগঠনিক সম্পাদক ইনডিপেনডেন্ট টেলিভিশনের সিনিয়র সাব এডিটর মো. তৌহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ বিজটেক 24 ডটকমের বিশেষ প্রতিনিধি মো. সাইফুল ইসলাম (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), প্রকাশনা ও গবেষণা সম্পাদক টেকসংবাদ ডটকম ডটবিডির সম্পাদক মো. মাহবুবুর রহমান এবং নির্বাহী সদস্য মান্থলি টেকওয়ার্ল্ডের সম্পাদক নাজনীন নাহার ও দৈনিক ডিজিটাল সময়ের মো. এনামুল করিম।

বাংলাদেশ কম্পিউটার সমিতির সাবেক সভাপতি এস এম ইকবালকে প্রধান নির্বাচন কমিশনার করে গঠিত তিন সদস্যের বিআইজেএফ নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করে। বাকি দুই সদস্য ছিলেন– প্রথম আলোর পল্লব মোহাইমেন ও সারাবাংলার মো. সুমন ইসলাম। আপিল বোর্ডের সদস্য ছিলেন পার্বত্য নিউজ ডটকমের মেহেদি হাসান ও কালের কণ্ঠের উবায়দুল্লাহ বাদল। সোমবার (২৩ ডিসেম্বর) বিকাল ৪টায় নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here