শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
Homeরাজনীতিউপদেষ্টা হাসান আরিফের মৃত্যুর খবরে হাসপাতালে মির্জা ফখরুল

উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুর খবরে হাসপাতালে মির্জা ফখরুল

- Advertisement -spot_img

অন্তর্বর্তী সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এএফএম হাসান আরিফের মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকাল সাড়ে তিনটায় উপদেষ্টার মৃত্যুর খবর পেয়ে কিছুক্ষণ পর তিনি রাজধানীর ল্যাবএইড হাসপাতালে যান। সেখানে তিনি হাসান আরিফের পরিবার ও স্বজনদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি সমবেদনা জানান।

হাসপাতাল থেকে বেরিয়ে মির্জা ফখরুল বলেন, ‘তিনি কেবল একজন স্বনামধন্য আইনজীবীই ছিলেন না, বিশিষ্ট গণতন্ত্রে বিশ্বাসী মানুষ ছিলেন। এই সময়ে তার প্রয়োজন ছিল।’

মির্জা ফখরুল বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি আমার সুহৃদকে হারিয়েছি। দেশ হারিয়েছে একজন দেশপ্রেমিক মানুষকে।’ তার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয় বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। 

এর আগে আজ বিকাল সাড়ে ৩টায় হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে মারা যান উপদেষ্টা এএফএম হাসান আরিফ। তার বয়স হয়েছিল ৮৩ বছর।

সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির শীর্ষ নেতারা।

তিনি বলেন, হাসপাতালে মির্জা ফখরুল কিছু সময় কাটান ও পরবর্তী করণীয় সম্পর্কে আলোচনা করেন। 

এদিকে জামায়াতের প্রচার বিভাগের সদস্য আতাউর রহমান জানান, মরহুম উপদেষ্টাকে দেখতে হাসপাতালে যাবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here