২০০২ সালের পর থেকে বিশ্বকাপে ট্রফি খরায় ভুগছে ব্রাজিল। হেক্সা স্বপ্ন পূরণে অন্যতম ভরসা মনে করা হলেও হতাশ করে চলেছেন নেইমার। তাকে নিয়ে তিনটি বিশ্বকাপ খেলে সেরা সাফল্য এসেছে সেমিফাইনাল। সম্প্রতি ইনজুরি প্রবণায় ক্যারিয়ার শঙ্কার মুখে পড়লেও নেইমার ২০২৬ বিশ্বকাপে খেলতে আশাবাদী।
গত বছর অক্টোবরে বাঁ হাঁটুতে এসিএল ইনজুরির পর এক বছরেরও বেশি সময় মাঠের বাইরে ছিলেন নেইমার। সম্প্রতি তিনি ফিরলেও আরেকটি চোটে পড়েছেন।
২০২৫ সালের জুলাই পর্যন্ত আল হিলালে চুক্তিবদ্ধ নেইমার বর্তমান বাজে সময় কাটিয়ে শক্তভাবে ঘুরে দাঁড়াতে চান। মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডায় বিশ্বকাপ শুরু হতে আর দেড় বছরের মতো বাকি। সেখানে আবার দেশকে প্রতিনিধিত্ব করতে চান তিনি।
সামনের বিশ্বকাপ আসতে আসতে ৩৪ বছর হয়ে যাবে নেইমারের। সেই টুর্নামেন্টের দলে জায়গা পাওয়াই এখন অন্যতম লক্ষ্য তার, ‘সব খেলোয়াড়দের লক্ষ্যই থাকে বিশ্বকাপ। তিনটি বিশ্বকাপ খেলেছি, চতুর্থটি খেলতে চাই। সেখানে চোখ রেখে আমি প্রস্তুতি নিচ্ছি। আমার ক্লাবে (আল হিলাল) ফিটনেস ফিরে পেয়ে সেই লক্ষ্য পূরণে করতে চাই।’