সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
Homeআর্ন্তজাতিকটিকটকের ওপর আলবেনিয়াতে ১ বছরের নিষেধাজ্ঞা 

টিকটকের ওপর আলবেনিয়াতে ১ বছরের নিষেধাজ্ঞা 

- Advertisement -spot_img

টিকটকের ওপর এক বছরের জন্য  নিষেধাজ্ঞা জারি করেছে আলবেনিয়া। গত মাসে এক টিনএজার নিহত হওয়াকে কেন্দ্র করে শিশুদের ওপর সামাজিক মাধ্যমের প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ায় শনিবার (২১ ডিসেম্বর) এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে। 

দেশটির প্রধানমন্ত্রী এডি রামা জানিয়েছেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আরও নিরাপদ করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে আলোচনার পর নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

রামা বলেন, এক বছরের জন্য আমরা সম্পূর্ণরূপে টিকটক বন্ধ রাখব। আলবেনিয়ায় টিকটক থাকবে না।

টিকটকের পক্ষ থেকে এই বিষয়ে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

ফ্রান্স, জার্মানি ও বেলজিয়ামের মতো বেশ কয়েকটি ইউরোপীয় দেশে শিশুদের জন্য সামাজিক মাধ্যম ব্যবহারের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এর আগে,  নভেম্বরে ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যমের সম্পূর্ণ নিষেধাজ্ঞার সিদ্ধান্ত অনুমোদন করেছে অস্ট্রেলিয়া।

টিকটকসহ সামাজিক মাধ্যমগুলোর ওপর দায় চাপিয়ে রামা বলেছেন, এগুলো যুবকদের মধ্যে সহিংসতা উসকে দিচ্ছে। 

১৪ বছর বয়সী এক স্কুলছাত্রের হত্যাকে কেন্দ্র করে সরকার এই সিদ্ধান্তে পৌঁছেছে। গত নভেম্বরে এক সহপাঠীর হাতে ছুরিকাঘাতে ওই ছাত্রের মৃত্যু হয়।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, সামাজিক মাধ্যমে তাদের মধ্যে তর্কাতর্কি থেকে ওই হত্যাকাণ্ড হয়েছিল। 

এই নিষেধাজ্ঞা আগামী বছরের শুরুতে কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here