সোমবার, জানুয়ারি ১৩, ২০২৫
শিরোনাম:
Homeখেলার খবরআবার ম্যানইউকে তিন গোল দিলো বোর্নমাউথ

আবার ম্যানইউকে তিন গোল দিলো বোর্নমাউথ

- Advertisement -spot_img

রুবেন আমোরিমের ম্যানচেস্টার ইউনাইটেড এক ধাপ এগোয়, তো দুই ধাপ পিছিয়ে পড়ছে। সপ্তাহখানেক আগে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে ছন্দে ফিরেছিল তারা। তারপর টটেনহ্যামের কাছে ৪-৩ গোলের থ্রিলার হেরে বসে। রবিবার ওল্ড ট্র্যাফোর্ডে বোর্নমাউথের কাছেও হারলো ৩-০ গোলে। ঠিক যেন গত বছরের পুনরাবৃত্তি।

২০২৩ সালের ডিসেম্বরেও ওল্ড ট্র্যাফোর্ড থেকে ৩-০ গোলে জিতে ফিরেছিল বোর্নমাউথ। এবারও তারা উড়িয়ে দিলো রেড ডেভিলদের।

প্রথমার্ধে ডিন হুইসেন লিড এনে দেন অতিথিদের। ২৯তম মিনিটে রায়ান ক্রিস্টির ফ্রি কিক থেকে ভাসানো বল জশুয়া জির্কজির চেয়ে উঁচুতে লাফিয়ে হেড করে জাল কাঁপান তিনি। প্রথমার্ধের শেষ দিকে ইউনাইটেড কয়েকবার গোলমুখে শট নিলেও জালে জড়াতে পারেনি। বরং দ্বিতীয়ার্ধে দুই মিনিটে দুই গোল করে বোর্নমাউথ ম্যাচ হাতের মুঠোয় নিয়ে নেয়।

৬১তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন জাস্টিন ক্লুইভার্ট। ম্যানইউর বক্সে নোসাইর মাজরাওইর ফাউলের শিকার হন এই ডাচ উইঙ্গার। নিজেই শট নিয়ে ব্যবধান দ্বিগুণ করেন।

দুই মিনিট পর ওল্ড ট্র্যাফোর্ডে অতিথি দর্শকরা গর্জে ওঠে আরেকবার। ডাঙ্গো ওত্তারা বক্সের মধ্যে সেমেনিওকে পাস দেন। ইউনাইটেড ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ হালকা প্রতিরোধ করেছিলেন। কিন্তু সেমেনিওর শক্তিশালী শট ঠিক ওনানাকে পরাস্ত করে।

এই জয়ে ১৭ ম্যাচে ২৮ পয়েন্ট বোর্নমাউথের, পাঁচ ম্যাচে চতুর্থ জয়ে লিগ টেবিলে পাঁচে উঠে গেছে বোর্নমাউথ। আর আগের ২২ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে ম্যানইউ।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here