ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে আবারও রাজত্ব করলেন গ্যাব্রিয়েল জেসুস। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের জোড়া গোলে শনিবার সেলহার্স্ট পার্কে প্যালেসকে উড়িয়ে দিলো আর্সেনাল। তাতে লিগের শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে পয়েন্টের ব্যবধান তিনে নামালো তারা।
আর্সেনাল ৫-১ গোলে জিতেছে প্যালেসের মাঠে। গত বুধবার লিগ কাপের কোয়ার্টার ফাইনালে জেসুসের হ্যাটট্রিকে ৩-২ গোলে প্যালেসকে হারায় গানাররা। দুই ম্যাচে পাঁচ গোল! অথচ এর আগের ৩৩ ম্যাচে মিকেল আর্তেতার দলের হয়ে মাত্র এক গোল করেছিলে তিনি।
১৫ মিনিটের মধ্যে দুই গোল করেন জেসুস। অবশ্য মাঝে একটি গোল শোধ দিয়েছিল প্যালেস। অবশ্য বিরতির আগে হ্যাটট্রিক পেয়ে যেতে পারতেন জেসুস। তার হেড পোস্টে লাগে, ফিরতি শটে ৩-১ করেন কাই হ্যাভার্জ।
জেসুস চতুর্থ গোলেও রেখেছেন অবদান। স্বদেশী গ্যাব্রিয়েল মার্তিনেল্লিকে দিয়ে গোল করান তিনি। মৌসুমের প্রথম লিগ গোল করে প্যালেসের কফিনে শেষ পেরেক ঠুকে দেন ডেকলান রাইস।
আর্সেনাল নটিংহ্যাম ফরেস্টকে টপকে তৃতীয় স্থানে উঠলো। ১৭ ম্যাচে ৩৩ পয়েন্ট তাদের। ১৫ ম্যাচে ৩৬ পয়েন্ট লিভারপুরের, দুই নম্বরে থাকা চেলসি ১৬ ম্যাচ খেলে পেয়েছে ৩৪ পয়েন্ট।