রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
Homeরাজনীতিপ্রধান উপদেষ্টার বাসভবনের সামনে ইনকিলাব মঞ্চের অবস্থান

প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে ইনকিলাব মঞ্চের অবস্থান

- Advertisement -spot_img

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া আন্দোলনকারীদের সবার জীবনের নিরাপত্তা নিশ্চিতসহ তিন দফা দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে অবস্থা নিয়েছে ইনকিলাব মঞ্চ।

রবিবার (২২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করে ইনকিলাব মঞ্চ। পরে দুপুর সোয়া ১টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নেন তারা।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি জানিয়েছেন, বিকাল ৩টার মধ্যে উপদেষ্টা প্যানেল থেকে কেউ এসে তাদের দাবিনামা গ্রহণ করতে হবে। অন্যথায়, তারা উপদেষ্টার বাসভবনের সামনে রাস্তায় শুয়ে থাকবেন।

তিনি বলেন, প্রধান উপদেষ্টার বাসভবনে ঢোকার আগে কাকরাইল মসজিদের কাছে পুলিশ আমাদের বাধা দিলে আমরা তার উল্টো পাশে বসে অবস্থান নিয়েছি।

এরআগে দুপুর ১২টায় শাহবাগের সমাবেশে তারা তিন দফা দাবি জানান। তাদের দাবিগুলো হলো—  ১. গণহত্যাকারী দল আওয়ামী লীগের নিবন্ধন অবিলম্বে বাতিল করতে হবে। ২. সন্ত্রাসী আওয়ামী লীগের গুপ্ত হত্যা থেকে দেশপ্রেমিক ছাত্রজনতাকে বাঁচাতে আওয়ামী লীগের কেন্দ্র থেকে ইউনিয়ন পর্যন্ত কমিটিতে থাকা সব সন্ত্রাসীকে অবিলম্বে গ্রেফতার করতে হবে।

৩. প্রাইভেট বিশ্ববিদ্যালয়সহ দেশের সব জুলাই-যোদ্ধাদের জীবনের সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

 

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here