ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, আমরা ব্যক্তির পরিবর্তন নয়, নীতি ও আদর্শের পরিবর্তন চাই। যতদিন পর্যন্ত নীতি ও আদর্শের পরিবর্তন না হবে, ততদিন রাস্তায় নেমে আন্দোলন করে রক্ত দিবেন কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না।
শনিবার (২১ ডিসেম্বর) বিকালে দিনাজপুর জেলার ফুলবাড়ী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ফয়জুল করীম বলেন, যাদের মধ্যে ঈমান আছে তারা ইসলামের বাইরে কোনও রাজনীতি করতে পারে না। রাজনীতির সঙ্গে ইসলাম ও ঈমানের ওতপ্রোতভাবে সম্পর্ক রয়েছে। ভোটের মাধ্যমে ভোটারের ঈমান থাকতেও পারে, আবার ঈমান যেতেও পারে।
ভোটারদের উদ্দেশ করে তিনি বলেন, আপনি যাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন, তিনি ইসলাম ও নৈতিকতাবিরোধী কোনও কাজ করলে— তার জন্য ভোটারকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে।