ছেলেদের সঙ্গে মেয়েদের ক্রিকেটে বৈষম্য কমাতে নতুন উদ্যোগ হাতে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শনিবার মিরপুরে বোর্ড মিটিং শেষে বিসিবি প্রধান ফারুক আহমেদ জানান, মেয়েদের ক্রিকেটে চুক্তিবদ্ধ খেলোয়াড়ের সংখ্যা বাড়ানো হচ্ছে। এছাড়া পারফরম্যান্সের ভিত্তিতে থাকছে উইনিং বোনাস।
জাতীয় দলে এরই মধ্যে ২৫ জন ক্রিকেটার চুক্তির অধীনে আছেন। বিসিবি সেটা আরও বাড়াতে যাচ্ছে। বাড়তি ৩০ জনকে প্রথম শ্রেণির চুক্তিতে তালিকাভুক্ত করা হবে, যেমনটা রয়েছে ছেলেদের ক্রিকেট অবকাঠামোতে।
গণমাধ্যমকে ফারুক বললেন, ‘জাতীয় পুলে আমাদের মেয়ে ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি আছে। এর সঙ্গে আরও ৩০ জন ক্রিকেটারকে চুক্তিভুক্ত করা হবে। ছেলেদের ক্রিকেটে যারা জাতীয় লিগে খেলে তারা চুক্তিভুক্ত, মেয়েদের ক্রিকেটেও তেমন কিছু হবে।’
এছাড়া উইনিং বোনাসও থাকছে জানালেন বিসিবি সভাপতি, ‘মেয়েদের জন্য আমরা উইনিং বোনাস নির্ধারণ করবো। এটা নতুন। এটা হবে র্যাঙ্কিংভিত্তিক পদ্ধতিতে। তারা যদি শীর্ষ তিন র্যাঙ্কিংধারীকে হারায়, তাদের জন্য হবে একটি নির্দিষ্ট পরিমাণ বোনাস এবং যদি ৪, ৫ ও ৬ নম্বর র্যাঙ্কিংয়ের দলকে হারায়, তাহলে অঙ্কটা ভিন্ন হবে। ছেলে ও মেয়েদের ক্ষেত্রে বোনাস ভিন্ন হবে, কিন্তু তারা (মেয়েরা) বোনাস পাবে।’