আরেকটি হারের বেদনায় সিক্ত হতে হলো বার্সেলোনাকে। শীর্ষস্থান থেকেও নেমে যেতে হলো। শনিবার অ্যাটলেটিকো মাদ্রিদ ১৮ বছরে প্রথমবার বার্সার মাঠে জিতে এক নম্বর আসন দখল করেছে। কাতালান জায়ান্টরা এনিয়ে ঘরের মাঠে টানা তিনটি লিগ ম্যাচ হারলো।
নভেম্বরের শুরুতে অ্যাটলেটিকোর চেয়ে ১০ পয়েন্টে এগিয়ে ছিল বার্সা। শনিবার তারা ডিয়েগো সিমিওনের দলের চেয়ে তিন পয়েন্ট পিছিয়ে গেলো। তাও আবার মাদ্রিদ ক্লাব এক ম্যাচ কম খেলেছে। তারা সব প্রতিযোগিতা মিলে টানা ১২ ম্যাচ জিতলো।
স্পেনে শীতকালীন বিরতির আগে শেষ সাত লিগ ম্যাচে মাত্র একটি জিতেছে বার্সা। সপ্তাহখানেকের ছুটি শেষে নতুনভাবে ফেরার ঘোষণা দিলেন কোচ হ্যান্সি ফ্লিক, ‘এখন একটা বিরতি আছে, আমার মনে হয় সবার এই বিরতিটা দরকার। ছুটির পর আমরা অনুশীলন করবো এবং দেখাবো যে কতটা শক্তিশালী আমরা।’
চমৎকার খেলেও হার দেখতে হয়েছে মনে করেন তিনি, ‘এখন আমরা সবাই হতাশ, কারণ চমৎকার খেলেও হারতে হলো। এখন আমরা ক্রিসমাস উদযাপন করবো। ২৯ ডিসেম্বর ট্রেনিং শুরু হবে, মৌসুমের পরের অর্ধে কী করতে পারি সেদিকে মনোযোগ দিবো।’