সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
শিরোনাম:
Homeআর্ন্তজাতিকমোজাম্বিকে ঘূর্ণিঝড় চিডোর আঘাতে নিহত ৯৪

মোজাম্বিকে ঘূর্ণিঝড় চিডোর আঘাতে নিহত ৯৪

- Advertisement -spot_img

পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিকে ঘূর্ণিঝড় চিডোর আঘাতে অন্তত ৯৪ জন নিহত এবং ৭৬৮ জন আহত হয়েছেন। রবিবার (২২ ডিসেম্বর) এই তথ্য জানিয়েছে দেশটির জাতীয় ঝুঁকি ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা। ঘূর্ণিঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে ৬ লাখ ২২ হাজারেরও বেশি মানুষ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

১৫ ডিসেম্বর ২৬০ কিমি/ঘণ্টা গতিবেগ এবং ২৪ ঘণ্টায় ২৫০ মিলিমিটার বৃষ্টিপাত নিয়ে চিডো মোজাম্বিকে আঘাত হানে। এটি প্রথমে ভারত মহাসাগরের ফরাসি দ্বীপপুঞ্জ মায়োত, এরপর মোজাম্বিক, মালাওয়ি ও জিম্বাবুয়ের ওপর দিয়ে বয়ে যায়।

মোজাম্বিকের উত্তরের ক্যাবো ডেলগাডো, নিয়াসা ও নামপুলা প্রদেশ সাইক্লোনের আঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়টি শিক্ষা ও স্বাস্থ্য খাতে বড় ধরনের প্রভাব ফেলেছে। ১ লাখ ৯ হাজারের বেশি শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বহু স্কুল অবকাঠামো ধ্বংসপ্রাপ্ত হয়েছে।

জাতীয় ঝুঁকি ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ঝড়ে ৫২টি স্বাস্থ্যকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে করে মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে।

মোজাম্বিকের শাসক দলের নেতা ড্যানিয়েল চ্যাপো বলেছেন, সরকার সব পর্যায়ে সহায়তা নিশ্চিতের চেষ্টা করছে। রবিবার ক্যাবো ডেলগাডো পরিদর্শনকালে তিনি জানান, সরকার ক্ষতিগ্রস্ত অঞ্চলে পুনর্গঠনের জন্য কাজ করছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here