সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
শিরোনাম:
Homeরাজনীতি‘অসাম্প্রদায়িকতার বুলি ছেড়ে সম্প্রীতি বিনষ্টের পদক্ষেপ নিচ্ছে ভারত’

‘অসাম্প্রদায়িকতার বুলি ছেড়ে সম্প্রীতি বিনষ্টের পদক্ষেপ নিচ্ছে ভারত’

- Advertisement -spot_img

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, ‘ভারত সরকার অসাম্প্রদায়িকতার বুলি ছেড়ে যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে একেরপর এক পদক্ষেপ নিচ্ছে। তার বড় উদাহরণ— নগর উন্নয়নের কথা বলে নোটিশ ছাড়াই শত শত ভারতীয় মুসলমানদের ঘরবাড়ি ভেঙে ফেলা।’

শুক্রবার (২০ ডিসেম্বর) ঢাকা জেলার কেরানীগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণ সভাপতি এম আবদুল্লাহ মাহমুদের সভাপতিত্বে জেলা সম্মেলন এবং বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে আয়োজিত রাজধানীর কল্যাণপুর ও শাহ আলী থানা এলাকায় পৃথক দুটি গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভারতের ক্ষমতাসীন বিজেপি-শাসিত রাজ্যগুলোতে দলটির সমালোচকদের শাস্তি দিতে এমন পদক্ষেপ নেওয়ার অভিযোগ উঠেছে উল্লেখ করে তিনি বলেন, ‘আদালতে অপেক্ষায় থাকা মামলার শুনানির দিন ক্রমাগত পিছিয়ে দেওয়া হচ্ছে। আর এভাবে বাড়ির মালিক মুসলমানদের অভিযোগ উপস্থাপন করার সুযোগ না দিয়ে বসত ঘর ভেঙে দেওয়ার ঘোষণা অমানবিক ও মানবাধিকার লঙ্ঘনের শামিল।’

‘ভারত সরকার অবৈধভাবে হয়রানির উদ্দেশ্যে মুসলমানদের ভেঙে দেওয়া বাড়ি অবিলম্বে পুনর্নির্মাণ করে না দিলে বিশ্ব মুসলিম উম্মাহ সাম্প্রদায়িক ভারত সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক অবরোধের ডাক দিতে বাধ্য হবে’, বলেন ইউনুছ আহমাদ।

 

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here