মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪
শিরোনাম:
Homeআর্ন্তজাতিকইরানের সঙ্গে চুক্তির প্রস্তুতিতে তেহরানে রুশ প্রতিনিধি দল

ইরানের সঙ্গে চুক্তির প্রস্তুতিতে তেহরানে রুশ প্রতিনিধি দল

- Advertisement -spot_img

ইরানের রাজধানী তেহরানে একটি রুশ প্রতিনিধিদল পৌঁছেছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকসহ বিভিন্ন কর্মসূচি রয়েছে তাদের। রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস সোমবার এ তথ্য জানিয়েছে। উভয় দেশের মধ্যে একটি ব্যাপক সহযোগিতা চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি হিসেবে এ সফর হচ্ছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘায়ি জানিয়েছেন, রাশিয়া ও ইরান আগামী জানুয়ারিতে দ্বিপাক্ষিক সফরের সময় চুক্তি স্বাক্ষরের জন্য তারিখ নির্ধারণে কাজ করছে।

ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়ার পর থেকে রাশিয়া যুক্তরাষ্ট্রবিরোধী ইরান ও উত্তর কোরিয়ার মতো দেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলছে। অক্টোবরে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানান, মস্কো ও তেহরান প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে একটি চুক্তি স্বাক্ষরের পরিকল্পনা করছে।

তেহরানে পৌঁছানো রুশ প্রতিনিধি দলটির নেতৃত্ব দিচ্ছেন উপ-প্রধানমন্ত্রী আলেক্সেই ওভারচুক এবং ভিটালি সাভেলিভ। রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, আলোচনায় ইরান ও ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের (ইইইউ) দেশগুলোর মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে কাজ করার বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে।

যুক্তরাষ্ট্র গত সেপ্টেম্বরে ইরানের বিরুদ্ধে রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহের অভিযোগে অভিযুক্ত করেছে। এসব ক্ষেপণাস্ত্র রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করছে বলে দাবি করা হয়। এ কারণে যুক্তরাষ্ট্র বেশ কয়েকটি জাহাজ ও কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। তবে, তেহরান এই অভিযোগ অস্বীকার করেছে।

 

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here