সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
শিরোনাম:
Homeআর্ন্তজাতিকইউক্রেনে আরও ‘ধ্বংসযজ্ঞ’ চালানোর অঙ্গীকার পুতিনের

ইউক্রেনে আরও ‘ধ্বংসযজ্ঞ’ চালানোর অঙ্গীকার পুতিনের

- Advertisement -spot_img

রাশিয়ার কাজান শহরে ড্রোন হামলার প্রতিশোধ হিসেবে ইউক্রেনে আরও ধ্বংসযজ্ঞ চালানোর অঙ্গীকার করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রবিবার (১৬ ডিসেম্বর) টেলিভিশনে প্রচারিত সরকারি বৈঠকের সময় এমন প্রতিশ্রুতি দিয়েছেন ‍তিনি। ফরাসি বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে।

ইউক্রেনের বিরুদ্ধে ‘ব্যাপক’ ড্রোন হামলার অভিযোগ করেছে রাশিয়া। হামলাটি দেশের সীমান্ত থেকে প্রায় এক হাজার কিলোমিটার (৬২০ মাইল) দূরে হয়েছে। এ সময় ড্রোনগুলো কাজান শহরের একটি বিলাসবহুল আবাসিক ভবনে আঘাত করে।

রাশিয়ার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওগুলোতে ড্রোনগুলোকে একটি উঁচু কাঁচের ভবনে আঘাত করতে এবং এতে সেখানে আগুন ধরে যেতে দেখা যায়। তবে এই হামলায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

রবিবার একটি সড়কের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিওকলে অংশ নেন পুতিন। এ সময় বক্তব্য প্রদানের সময় তিনি বলেন, ‘যারা এই কাজ করেছে এবং যেভাবেই ধ্বংসযজ্ঞ চালানোর চেষ্টা করুক না কেন, তারা নিজেরাই বরং বহুগুণ বেশি ধ্বংসের মুখোমুখি হবে। আমাদের দেশে তারা যা করার চেষ্টা করছে তার জন্য অনুতপ্ত হবে।’

প্রায় তিন বছর ধরে চলছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। পশ্চিমা সরবরাহকৃত অস্ত্র দিয়ে সম্প্রতি রুশ ভূখণ্ডে ক্রমবর্ধমান বিমান হামলা চালাচ্ছে ইউক্রেন। এর মধ্যে কাজানের হামলাটি ছিল সর্বশেষ হামলার ঘটনা।

এই হামলার বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি ইউক্রেন।

এর আগে, রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের করা হামলার জবাবে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে কিয়েভের কেন্দ্রকে লক্ষ্যবস্তু করার হুমকি দেন পুতিন।

এদিকে, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে পশ্চিমা সরবরাহকৃত ক্ষেপণাস্ত্র দিয়ে রুশ বিমান ঘাঁটি ও অস্ত্র কারখানাগুলোতে কিয়েভের প্রতিশোধমূলক হামলা ইউক্রেনের জ্বালানি অবকাঠামোগুলোতে হামলা চালাতে রাশিয়াকে প্ররোচিত করেছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here