মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪
শিরোনাম:
Homeরাজনীতিবিএনপির সঙ্গে ছলচাতুরি করে লাভ হবে না: রিজভী

বিএনপির সঙ্গে ছলচাতুরি করে লাভ হবে না: রিজভী

- Advertisement -spot_img

বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘বিএনপি আন্দোলন সংগ্রাম থেকে কখনও পিছপা হয়নি। অনেকে অনেক কিছু করেছে, কিন্তু বিএনপি কখনও দলীয় স্বার্থ হাসিল করেনি। জাতির প্রত্যেক অর্জনে গর্ব করার দল হচ্ছে বিএনপি। বিএনপির সঙ্গে ছলচাতুরি করে কোনও লাভ হবে না।’

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় চব্বিশের ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে শহিদ পরিবারের সঙ্গে সাক্ষাতের সময় তিনি এসব কথা বলেন। এসময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘আমরা বিএনপি পরিবার’র আহ্বায়ক আতিকুর রহমান রুমন।

রিজভী বলেন, ‘আওয়ামী লীগের কৃতকর্মের প্রতিবাদ ছিল ৭ নভেম্বর। একাত্তর ও পঁচাত্তরের ৭ নভেম্বর বিএনপিরই গর্ব। এরশাদকে জাতীয় বেইমান বলে ২৪ ঘণ্টার মধ্যে এরশাদের দলে ভিড়েছে শেখ হাসিনা। নব্বই নিয়েও গর্ব করতে পারে না আওয়ামী লীগ।’

তিনি উল্লেখ করেন, ‘৫ আগস্টের আন্দোলন শেখ হাসিনার গর্ব করার নয়, পালিয়ে যাওয়ার ইতিহাস।’

বিএনপির এই নেতা বলেন, ‘অন্তর্বর্তী সরকার যে রোডম্যাপ দিয়েছে তা প্রলম্বিত, জনগণ প্রত্যাশা করেনি। জাতীয় নাগরিক কমিটি যেন রাজকীয় দল না হয়ে যায়। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দল হলে সরকারের গ্রহণযোগ্যতা কমে যাবে।’

রাজধানীর মোহাম্মদপুরের কাটাসুর সংলগ্ন এলাকায় সংশ্লিষ্ট শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন— ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমন, বিএনপির কেন্দ্রীয় সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য সাংবাদিক জাহিদুল ইসলাম রনি, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য নাজমুল হাসান, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব ও শাহাদাত হোসেন প্রমুখ।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here