মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪
Homeখেলার খবরবিজয় দিবস কাবাডি ফাইনালে বিমানবাহিনী-নৌবাহিনী

বিজয় দিবস কাবাডি ফাইনালে বিমানবাহিনী-নৌবাহিনী

- Advertisement -spot_img

বিজয় দিবস কাবাডির পুরুষ বিভাগের ফাইনালে উঠেছে বাংলাদেশ বিমানবাহিনী। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে তারা ৩৯-৩৬ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ পুলিশকে। আগামীকাল শিরোপার লড়াইয়ে বিমানবাহিনীর প্রতিপক্ষ নৌবাহিনী। এর ফলে ‘খ’ গ্রুপের দুটি দল ফাইনালে গেলো। গ্রুপ পর্বে বিমানবাহিনী ৩৭-৩৪ পয়েন্টে নৌবাহিনীকে হারিয়েছিল। তাই ফাইনাল ম্যাচ নৌবাহিনীর জন্য প্রতিশোধেরও।

‘খ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় বিমানবাহিনী। আর ‘ক’ গ্রুপ থেকে রানার্সআপ হয়ে শেষ চারে আসে বাংলাদেশ পুলিশ। শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকে ভালো লড়াই হয়েছে দুই দলের মাঝে। তবে প্রথমার্ধের খেলা শেষে বিমানবাহিনী ২১-১৪ পয়েন্টে এগিয়ে যায়। 

বিরতির পর আরও প্রতিদ্বন্দ্বিতা ছিল ম্যাচে। শেষ দিকে লড়াই জমিয়ে তুলেছিল পুলিশ। কিন্তু মাত্র তিন পয়েন্টের ব্যবধানে ম্যাচ হারে তারা। বিজয়ের হাসি নিয়ে খেলা শেষ করে বিমানবাহিনী। ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন বিজয়ী দলের দীপায়ন।

গতকাল তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথম সেমিফাইনালে ৩৮-৩৬ পয়েন্টে সেনাবাহিনীকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় নৌবাহিনী। নির্ধারিত সময়ের খেলা শেষে দুই দলের সমান ৩২-৩২ পয়েন্ট ছিল। এরপর ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় টাইব্রেকারে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here