সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
শিরোনাম:
Homeখেলার খবরবিপিএলে তারুণ্যের উৎসবে থাকছে নানা আয়োজন

বিপিএলে তারুণ্যের উৎসবে থাকছে নানা আয়োজন

- Advertisement -spot_img

এক সপ্তাহ পর শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের একাদশ আসর। এই আসরের আগে তরুণদের সম্পৃক্ত করতে নানা উদ্যোগ নিয়েছে তত্ত্বাবধায়ক সরকার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তারুণ্যের উৎসবে থাকছে জমজমাট এক কনসার্ট। 

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার  বিকেল সাড়ে ৪টায় শুরু হবে কনসার্টটি। চলবে রাত ৯টা পর্যন্ত। গেট খোলা হবে দুপুর আড়াইটায়। বন্ধ হবে সাড়ে ৪টায়। এদিকে কনসার্টের টিকিট সব বিক্রয় হয়ে গেছে। 

প্রিমিয়াম টিকিটের মূল্য সর্বোচ্চ ১২ হাজার টাকা আর সর্বনিম্ন ক্লাব হাউজের মূল্য আড়াই হাজার টাকায় প্রথমে টিকিট ছেড়েছিল বিসিবি। পরবর্তীতে সর্বোচ্চ ৮ হাজার ও সর্বনিম্ন পাঁচশত টাকা করা হয়। অনলাইনে টিকিট কিনলেও দর্শকদের নিতে হবে ‘কাগুজে টিকিট’। 

এদিকে অনুষ্ঠানে বিপিএলে জুলাই গণঅভ্যুত্থানের নানা বিষয় ফুটিয়ে তোলা হবে। তারই ধারবাহিকতায় লঞ্চ করা হবে ‘শহীদ আবু সাঈদ স্ট্যান্ড।’ থাকবে নানা গ্রাফিতি। শহীদ মুগ্ধ থেকে অনুপ্রাণিত হয়ে বিপিএলে ফ্রি পানির ব্যবস্থা আগেই ঘোষণা হয়েছিল।

এদিন চারটায় বর্ণিল কনসার্টে গান গাইবেন পাকিস্তানের বিখ্যাত শিল্পী রাহাত ফাতেহ আলী খান এবং তার দল।বাংলাদেশি শিল্পীদের মধ্যে মুজা, জেফার রহমান, সঞ্জয় এবং হান্নান থাকবেন অনুষ্ঠানে। এই কনসার্টের পর চট্টগ্রাম ও সিলেটেও উদ্বোধনী অনুষ্ঠান হবে। ২৫ ডিসেম্বর চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে এবং ২৭ ডিসেম্বর সিলেট জেলা স্টেডিয়ামে হবে এই কনসার্ট।

বিপিএল আয়োজনে বিসিবির সঙ্গে মিলে কাজ করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সম্মিলিত ব্যবস্থাপনায় ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৫’ এবং ‘তারুণ্যের উৎসব ২০২৫’ আয়োজনের সিদ্ধান্ত হয়েছিল আগেই। গত ১ ডিসেম্বর তারুণ্যের উৎসব অনুষ্ঠানে বিপিএলের মাস্কট ‘ডানা-৩৬’ উন্মোচন করা হয়েছে। এর আগে প্রদর্শন করা হয় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের সম্মানে নির্মিত প্রমাণ্য চিত্র ‘জুলাই-অনির্বাণ’। 

প্রসঙ্গত, ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর ম্যাচ দিয়ে ৩০ ডিসেম্বর শুরু হবে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতাটি। বিপিএলের একাদশ আসরে সাত দল অংশ নিচ্ছে। খেলা হবে ঢাকা, সিলেট এবং চট্টগ্রামে। ফাইনাল ম্যাচ হবে ৭ ফেব্রুয়ারি। 

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here