শ্রীলঙ্কা সফরে বিশ্রামে থাকার পর সাদা বলের স্কোয়াডে ফিরেছেন ড্যারিল মিচেল, রাচিন রবীন্দ্র ও উইল ও’রোর্কে। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে চমক বেভন জ্যাকবস। প্রথমবার নিউজিল্যান্ড স্কোয়াডে ডাক পেয়েছেন এই হার্ডহিটার।
সোমবার লিঙ্কনে অনুষ্ঠিত ১০ ওভারের ট্রুর ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে নিউজিল্যান্ড একাদশে ছিলেন জ্যাকবস। যদিও ব্যাট করার সুযোগ তিনি পাননি।
আইপিএল নিলামে মুম্বাই ইন্ডিয়ান্সের ডাক পাওয়ার প্রায় এক মাস পর জাতীয় দলে ডাক পেলেন জ্যাকবস। গত মৌসুমে সুপার স্ম্যাশে ছয় ইনিংসে ১৮৮-এর বেশি স্ট্রাইক রেটে ১৩৪ রান করে মুগ্ধতা ছড়িয়ে আইপিএলে চুক্তিবদ্ধ হলেন তিনি।
ফাস্ট বোলার জাকারি ফোকস, উইকেটকিপার মিচেল হে ও টপ অর্ডার ব্যাটার টিম রবিনসনও টি-টোয়েন্টি স্কোয়াডে আছেন। প্রথমবার তারা ঘরের মাঠে আন্তর্জাতিক ম্যাচ খেলার অপেক্ষায়। এই বছরের শুরুতে দেশের বাইরে তাদের অভিষেক হয়েছিল।
এপ্রিলে পাকিস্তানে টি-টোয়েন্টিতে অভিষিক্ত হন ফোকস ও রবিনসন। নভেম্বরে হের অভিষেক শ্রীলঙ্কায়। টি-টোয়েন্টিতে তার হাতে থাকবে কিপিং গ্লাভস, আর ওয়ানডেতে টম ল্যাথামের ব্যাকআপ থাকবেন।
আগামী ২৮, ৩০ ডিসেম্বর এবং ২ জানুয়ারি হবে টি-টোয়েন্টি সিরিজ। ওয়ানডে হবে ৫, ৮ ও ১১ জানুয়ারি।
নিউজিল্যান্ড টি-টোয়েন্টি স্কোয়াড: মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, জ্যাকব ডাফি, জ্যাক , মিচেল হে, ম্যাট ফোকস, বেভন জ্যাকবস, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, টিম রবিনসন, নাথান স্মিথ
ওয়ানডে স্কোয়াড: মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চাপম্যান, জ্যাকব ডাফি, মিচেল হে, ম্যাট হেনরি, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, উইল ও’রুর্ক, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, নাথান স্মিথ, উইল ইয়াং।