সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
শিরোনাম:
Homeআর্ন্তজাতিকসিরিয়ার নতুন নেতার সঙ্গে তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

সিরিয়ার নতুন নেতার সঙ্গে তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

- Advertisement -spot_img

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান রবিবার (২২ ডিসেম্বর) দামেস্কে সিরিয়ার নতুন নেতা আহমেদ আল-শারার সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে দেশটির রাজনৈতিক পরিবর্তন ও যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার পুনর্গঠনে সহায়তার প্রতিশ্রুতি দেন ফিদান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে। 

বৈঠকে সিরিয়ায় স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রতি সহমত প্রকাশ করেছেন উভয়েই। সিরিয়ার ওপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়েও জোর দিয়েছেন তারা।

বৈঠকের ছবি এবং ভিডিওতে দেখা যায়, ফিদান ও আল-শারা উষ্ণ অভ্যর্থনা বিনিময় করেছেন।

এক যৌথ সংবাদ সম্মেলনে ফিদান বলেন, তুরস্ক আপনার পাশে থাকবে। আশা করি, সিরিয়ার অন্ধকার দিনগুলো শেষ হয়েছে ও সামনে শুভ দিন অপেক্ষা করছে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা দ্রুত তুলে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, সিরিয়াকে ঘুরে দাঁড়াতে ও বাস্তুচ্যুত মানুষদের ফেরাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে সক্রিয় হতে হবে।

দুই সপ্তাহ আগে বাশার আল-আসাদ সরকারের পতনের পর ক্ষমতা গ্রহণ করেছেন আল-শারা। সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোরালো আহ্বান জানিয়ে তিনি বলেন, যুদ্ধ শেষ হয়ে গেছে। শোষণের সমাপ্তি হয়েছে। এখন যারা এখানে আছে, তারা সবাই ছিল শোষণের শিকার। তাই নিষেধাজ্ঞাগুলো দ্রুত তুলে নেওয়া উচিত।

তিনি আরও বলেছেন, আগের শাসক গোষ্ঠী প্রায় ৫০ বছর সিরিয়ার ক্ষমতায় ছিল। অনেক নিষেধাজ্ঞাই ৭০ এর দশকে আরোপ করা হয়েছিল। কিন্তু তারা এখন আর নেই। তাই দ্রুত এগুলো প্রত্যাহার করে সিরিয়াকে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া উচিত।

বৈঠকে একটি নতুন সংবিধান প্রণয়ন, সিরিয়ার সংখ্যালঘুদের সুরক্ষা, শরণার্থী সমস্যা, ইসরায়েলের আক্রমণ এবং কুর্দি পিপলস প্রোটেকশন ইউনিট (ওয়াইপিজি) ইস্যু নিয়ে আলোচনা করেছেন তারা।

 

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here