বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
শিরোনাম:
Homeবিনোদনচিরকুটে আবার ছন্দপতন!

চিরকুটে আবার ছন্দপতন!

- Advertisement -spot_img

‘চিরকুট’ দেশের অন্যতম জনপ্রিয় একটি ব্যান্ড। তবে হঠাৎ করেই ব্যান্ডটিতে ঘটেছে ছন্দপতন। 

‘চিরকুট’ ব্যান্ডের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন জাহিদ নিরব। জানা গেল, তিনি ব্যান্ড ছেড়েছেন। এখন থেকে দলটির কী-বোর্ড বাজাতে আর দেখা যাবে না জাহিদ নিরবকে। 

গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন দলটির অন্যতম প্রধান সদস্য শারমীন সুলতানা সুমী। গণমাধ্যমকে সুমী বলেন, ‘কয়েক বছর ধরে নিরব আমাদের সঙ্গে ছিলো। এখন থেকে আর নেই। তবে ওর জন্য আমাদের শুভকামনা থাকবে সবসময়।’

২০১৫ সাল থেকে চিরকুট ব্যান্ডের হয়ে বাজাচ্ছেন জাহিদ নিরব। তিনি ছিলেন ব্যান্ডটির নিয়মিত সদস্য। ২১ ডিসেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামের কনসার্টে চিরকুটের সঙ্গে বাজাতে দেখা যায়নি তাকে। তার আগে ১৬ ডিসেম্বর লন্ডনে বিজয় দিবসের কনসার্টেও চিরকুটের সঙ্গে ছিলেন না তিনি। শারমিন সুলতানা সুমী, শোয়েব ও পারভেজ সাজ্জাদ—এই তিনজন মিলে ২০০২ সালে শুরু হয় ‘চিরকুট’ ব্যান্ডের যাত্রা। এরপর অনেকে গেছেন, অনেকে এসেছেন। লম্বা সময় সঙ্গে থেকে ব্যান্ডিটিকে সমৃদ্ধ করেছিলেন পিন্টু ঘোষ, ইমন চৌধুরী ও জাহিদ নিরব। এদের মধ্যে এখন একমাত্র সুমীই আছেন ব্যান্ডটি আঁকড়ে ধরে।

২০১৬ সালে ‘চিরকুট’ ব্যান্ড থেকে বেরিয়ে একক ক্যারিয়ার গড়ায় মনোযোগী হন পিন্টু ঘোষ। এরপর ব্যান্ডটি আবার একটু একটু করে গুছিয়ে নেয়। কিন্তু এরপর ২০২৩ সালে ব্যান্ডটি ছেড়ে যান ইমন চৌধুরী। এবার ব্যান্ড ছাড়লেন জাহিদ নিরব। নতুন লাইনআপে ‘চিরকুট’ এদিকে ব্যান্ড সদস্যের না থাকার খবরের মধ্যে নতুন গান প্রকাশ পেয়েছে চিরকুটের। সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে ব্যান্ডের ফেসবুক পেজে থেকে ‘জানা হলো না’ শিরোনামের গান প্রকাশের ঘোষণা আসে। গানটির কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন শারমিন সুলতানা সুমী। মিউজিক ও সাউন্ড প্রডিউসার হিসেবে আছেন পাভেল আরীন।

‘চিরকুট’ ব্যান্ডের বর্তমান লাইনআপ—শারমীন সুলতানা সুমী (কথা, সুর ও কণ্ঠ), পাভেল আরীন (ড্রামার, মিউজিক ও সাউন্ড প্রডিউসার), দিব্য (লিড গিটার), শুভ্র (রিদম), ইশমাম (বেজ গিটার), প্রান্ত (সেতার, মেন্ডোলিন, গিটার) ও ইয়ার হোসেন (হারমোনিয়াম ও কি–বোর্ডস)।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here