বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
Homeরাজনীতিঢাকায় আন্তর্জাতিক মহাসম্মেলন, যোগ দেবেন মসজিদুল আকসার ইমাম

ঢাকায় আন্তর্জাতিক মহাসম্মেলন, যোগ দেবেন মসজিদুল আকসার ইমাম

- Advertisement -spot_img

জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ‘আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ৩ জানুয়ারি (শুক্রবার) জুমার নামাজের পর বাইতুল মোকাররমের পূর্ব চত্বরে এই মহাসম্মেলনের আয়োজন করছে ‘আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুয়ত, বাংলাদেশ’। সংগঠনটি জানিয়েছে, এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে দাওয়াত গ্রহণ করেছেন ফিলিস্তিনের মসজিদুল আকসার ইমাম ড. আলী ওমর ইয়াকুব আব্বাসী। 

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) খতমে নবুয়ত বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয় জামিয়া ইসলামিয়া মাখজানুল উলূম, খিলগাঁওয়ে তাহাফফুজে খতমে নবুওয়তের কেন্দ্রীয় কমিটির এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি মাওলানা সাইফুল্লাহ সিদ্দিকী (পীর ছারছিনা)।

সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুরুতে এই মহাসম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছিল আগামী ১৮ জানুয়ারি। তবে মসজিদুল আকসার ইমাম ড. আলী ওমর ইয়াকুব আব্বাসীর আগমনকে কেন্দ্র করে মহাসম্মেলনের তারিখ পরিবর্তন করে ৩ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।

আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুয়তের নতুন কমিটি

এদিকে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের নতুন কমিটি গঠন করা হয়েছে। সংগঠনটির নতুন কমিটির সভাপতি হিসেবে হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান এবং নির্বাহী সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকা মহানগর হেফাজতের আমির মাওলানা জুনায়েদ আল হাবিব। আর আগের কমিটির মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানী এই কমিটিতেও একই পদে রয়েছেন।

বৈঠকে জানানো হয়, আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের বর্তমান সভাপতি শাহ্ আতাউল্লাহ হাফেজ্জী নিজের বার্ধক্যজনিত শারীরিক অসুস্থতার কারণে সংগঠনের সভাপতির দায়িত্ব থেকে অব্যাহতির জন্য মহাসচিবসহ নির্বাহী কমিটির দায়িত্বশীলদের বরাবর লিখিত আবেদন জানিয়েছেন। তার অপারগতার বিষয় বিবেচনা করে মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানী তার আবেদন গ্রহণ করার আবেদন জানান।

শাহ্ আতাউল্লাহ হাফেজ্জী তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের কেন্দ্রীয় কমিটিতে তার স্থলে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি শায়েখ সাজিদুর রহমানকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদাণ করতে লিখিত প্রস্তাব করেন। তার প্রস্তাবের ভিত্তিতে বৈঠকে উপস্থিত নেতাদের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সাজিদুর রহমানকে ভারপ্রাপ্ত সভাপতি এবং আরেক সিনিয়র সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে নির্বাহী সভাপতি মনোনীত হোন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা জহুরুল ইসলাম, যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা শিব্বির আহমদ কাসেমী, মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি, মাওলানা মুজিবুর রহমান হামিদি, সহকারী মহাসচিব মাওলানা এনামুল হক মুসা, সাংগঠনিক সম্পাদক মাওলানা আশিকুল্লাহ, প্রচার সম্পাদক মাওলানা রাশেদ বিন নুর, সহকারী প্রচার সম্পাদক মাওলানা আফসার মাহমুদ, মাওলানা মঈনুল ইসলাম, দফতর সম্পাদক মুফতি আল আমিন ফয়জী, মাওলানা মাহবুবুল আলম, মাওলানা নুর মুহাম্মদ আজিজি, মাওলানা আব্দুর রশীদ, মাওলানা মুমিনুল ইসলাম, মাওলানা তৈয়ব আহমাদ, মাওলানা মোরশেদ বিন নুর, মাওলানা সানাউল্লাহ আমিনী, মাওলানা বাকী বিল্লাহ, মাওলানা মাহমুদুল হাসান নোমান, মাওলানা আ স ম আল আমিন, মাওলানা মনিরুজ্জামান সাভার জোন ও মাওলানা জুবাইর মাহমুদ পঞ্চগড়সহ প্রমুখ নেতারা।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here