বুধবার, ডিসেম্বর ২৫, ২০২৪
শিরোনাম:
Homeখেলার খবরপ্রথম শ্রেণিতে জ্যোতির ইতিহাস

প্রথম শ্রেণিতে জ্যোতির ইতিহাস

- Advertisement -spot_img

বাংলাদেশ নারী দলের লংগার ভার্সন ক্রিকেট শুরু হয়েছে। উদ্বোধনী আসরের প্রথম রাউন্ডে সেঞ্চুরির দেখা মিলেছে। তবে বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি গড়েছেন ইতিহাস। বাংলাদেশ ক্রিকেট লিগে প্রথম সেঞ্চুরিয়ান হিসেবে নাম লেখালেন তিনি। যদিও জ্যোতির আগে সেঞ্চুরি করার সুযোগ ছিল ফারজানা হক পিংকির।

শহীদ কামারুজ্জামান ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চল। টস জিতে মধ্যাঞ্চল আগে ব্যাটিং করে ৯ উইকেটে ২৪০ রান করে ইনিংস ঘোষণা করে। প্রথম ইনিংসে পিংকির সুযোগ ছিল প্রথম সেঞ্চুরিয়ান হওয়ার। কিন্তু ৮৬ রানে আউট হন তিনি। 

উত্তরাঞ্চলকে দমিয়ে রাখতে বল হাতে দারুণ করেছেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। ৪৮ রানে তার শিকার চার উইকেট।

জবাবে খেলতে নেমে মধ্যাঞ্চলের অধিনায়ক জ্যোতির সেঞ্চুরিতে তারা ৩৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করে। তিনি খেলেন ১৫৩ রানের অপরাজিত ইনিংস। ২৫৩ বলে ২০ চার ও ২ ছক্কায় এই ইনিংসটি সাজান। বাংলাদেশর নারী ক্রিকেট ইতিহাসে জ্যোতির এই সেঞ্চুরিটিই হয়ে থাকবে প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম। 

এদিকে উত্তরাঞ্চলের হয়ে সর্বোচ্চ ৬টি উইকেট নিয়েছেন জান্নাতুল ফেরদৌস সুমনা। 

১৪৭ রানে পিছিয়ে থেকে উত্তরাঞ্চল তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here