মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামীর সাজা কমানো বিষয়ে এবার মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) তিনি বলেছেন, দায়িত্ব নেওয়ার পর অপরাধীদের যথাযথ সাজা দিতে বিচার বিভাগকে নির্দেশনা দেবেন তিনি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি বলেছেন, হিংস্র ধর্ষক, খুনি ও নরপিশাচদের কবল থেকে মার্কিনিদের রক্ষায় ব্যবস্থা নেওয়া হবে। ২০ জানুয়ারি দায়িত্ব গ্রহণের পরই এসব অপরাধে সাজাপ্রাপ্তদের প্রাণদণ্ড নিশ্চিতে সর্বাত্মক চেষ্টা করতে বিচার বিভাগকে নির্দেশনা দেওয়া হবে।
আগেরদিনই মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪০ আসামীর ৩৭ জনের সাজা কমিয়েছেন বাইডেন। এর জবাবেই ওই পোস্ট করেন ট্রাম্প।
প্রায় ২০ বছর বিরতির পর নিজের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের মাটিতে পুনরায় প্রাণদণ্ড বিধান কার্যকর করা শুরু করেন ট্রাম্প। ২০২১ সালে ওভাল অফিসে বসে বাইডেন আবার মৃত্যুদণ্ড কার্যকর করা স্থগিত রাখার ব্যবস্থা করেন। তার নির্বাচনি অঙ্গীকার রক্ষায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন।
প্রাণদণ্ডের বিধান নিয়ে সিদ্ধান্ত বারবার পরিবর্তন করা গেলেও, প্রেসিডেন্টের ক্ষমা করার সিদ্ধান্তে তার উত্তরসূরি কোনও হস্তক্ষেপ করতে পারেন না। ফলে, এরপর থেকে আরও আক্রমণাত্মকভাবে মৃত্যুদণ্ড কার্যকর করা হতে পারে।
ট্রাম্প ট্রানজিশন টিমের সদস্যরা বাইডেনের সিদ্ধান্তের নিন্দা জানিয়ে বলেছেন, ক্ষমাপ্রাপ্তরা বিশ্বের ভয়াবহতম খুনিদের তালিকায় থাকবে। তাদের প্রতি বাইডেনের পক্ষপাতমূলক এই সিদ্ধান্ত সম্পূর্ণ অগ্রহণযোগ্য।