ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়েহকে হত্যার কথা প্রথমবারের মতো স্বীকার করেছে ইসরায়েল। সোমবার (২৩ ডিসেম্বর) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতিতে এ কথা জানান দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। এ সময় ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নেতৃত্বকেও ‘শেষ’ করার হুঁশিয়ারি দেন তিনি। ফরাসি বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে।
প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘আমরা হুথিদের কঠোরভাবে আঘাত করব এবং তাদের নেতৃত্বকে শেষে করে দেব…যেমনটা আমরা তেহরান, গাজা ও লেবাননে ইসমাইল হানিয়েহ, ইয়াহিয়া সিনওয়ার ও হাসান নাসরাল্লাহর ক্ষেত্রে করেছি। ঠিক তেমনটাই আমরা হোদেইদা ও সানায় করব।’
৩১ জুলাই ইরানের রাজধানী তেহরানে একটি রাষ্ট্রীয় অতিথিশালার কক্ষে অবস্থানকালে হানিয়েহকে হত্যা করে ইসরায়েল। এর জন্য শুরু থেকেই ইসরায়েলকে দায়ী করে আসছিল ইরান ও হামাস। তবে এর দায় স্বীকার করেনি ইসরায়েল।
এর পর ২৭ সেপ্টেম্বর লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের বোমা হামলায় সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরাল্লাহ নিহত হন। ১৬ অক্টোবর ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহত হন হানিয়েহ’র উত্তরসূরি ইয়াহিয়া সিনওয়ার। তিনিই ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে চালানো হামাসের হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন বলে মনে করে ইসরায়েল।