ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করতে উদ্যোগ নিতে ইউরোপের বিভিন্ন দেশে তাদের কূটনৈতিক মিশনগুলোকে নির্দেশ দিয়েছে ইসরায়েল। এই কূটনৈতিক উদ্যোগ হুথিদের আঞ্চলিক ও বৈশ্বিক হুমকি হিসেবে চিহ্নিত করার প্রচেষ্টারই অংশ, যা তাদের কার্যক্রমে আরও আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে পারে। মঙ্গলবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
হুথিরা সম্প্রতি ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তারা এই হামলাকে গাজায় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ফিলিস্তিনিদের লড়াইয়ে সংহতির অংশ হিসেবে বর্ণনা করেছে।
এই হামলার ফলে আন্তর্জাতিক নৌরুট বিঘ্নিত হয়েছে। অনেক কোম্পানিকে তাদের রুট পরিবর্তন করে দীর্ঘ ও ব্যয়সাপেক্ষ পথে চলাচল করতে বাধ্য হতে হয়েছে, যা বৈশ্বিক মুদ্রাস্ফীতির আশঙ্কা আরও বাড়িয়ে তুলেছে।
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সা’র এক বিবৃতিতে বলেছেন, হুথিরা শুধু ইসরায়েলের জন্য নয়, বরং গোটা অঞ্চল ও বিশ্বের জন্য হুমকি। তাদের সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করা হলো প্রথম ও মৌলিক পদক্ষেপ।
বর্তমানে যুক্তরাষ্ট্র, সৌদি আরব, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া, কানাডা, নিউ জিল্যান্ড ও ইসরায়েল হুথিদের সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়েছে।
গত শনিবার ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে তেল আবিব-জাফা এলাকায় আঘাত হানে। এতে ১৪ জন আহত হন।