বুধবার, ডিসেম্বর ২৫, ২০২৪
শিরোনাম:
Homeরাজনীতিআগামী সরকার বিএনপিই গঠন করবে: নিতাই রায় চৌধুরী

আগামী সরকার বিএনপিই গঠন করবে: নিতাই রায় চৌধুরী

- Advertisement -spot_img

আগামী সরকার বিএনপিই গঠন করবে এবং সব সমস্যার সমাধান করবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক ফোরাম, কেন্দ্রীয় কমিটি আয়োজিত ‘শিক্ষার টেকসই উন্নয়ন, প্রসার ও কর্মমুখীকরণে বিএনপির ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নিতাই রায় চৌধুরী বলেন, ‘আগামী সরকার বিএনপিই গঠন করবে এবং সব সমস্যার সমাধান করবে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব তারেক রহমান নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেন। তার হাত ধরে সব ক্ষেত্রে পরিবর্তন আসবে। তাই আগামীতে বিএনপি সরকার গঠন করবে।’

তিনি বলেন, ‘আমরা শিক্ষা ব্যবস্থার পরিবর্তন নয়, রূপান্তর চাই। গত ১৬ বছর বিগত সরকার দেশের সবকিছুকে ধ্বংস করেছে। গোটা রাষ্ট্রের চরিত্র ধ্বংস করে দিয়েছে। সব রাষ্ট্রীয় এবং সাংবিধানিক প্রতিষ্ঠানকে দূষিত করেছে।’

তিনি বলেন, ‘আমাদের একটি মানবসম্পদ উন্নয়ন মন্ত্রণালয় করা দরকার। তাহলে দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর সম্ভব। বাংলাদেশকে সোনার বাংলা বলা হতো। কিন্তু ফ্যাসিবাদি সরকারের কারণে আজ আমাদের এই হাল।’

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এবং ইআরআই চেয়ারম্যান ড. আ ন ম এহসানুল হক মিলন বলেন, ‘আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। একটি শিক্ষা কমিশন দরকার। অন্তর্বর্তী সরকার শিক্ষা সংস্কার কমিশন করেছে। এটা ভালো উদ্যোগ। একটা কারিগরি মন্ত্রণালয় করা প্রয়োজন। আমাদের দেশ থেকে অনেক মানুষ বিদেশে পাড়ি জমান। তাদের দক্ষভাবে পাঠাতে পারলে আরও বেশি বৈদেশিক মুদ্রা আনা সম্ভব।’

তিনি বলেন, ‘এই সরকার কিছু ক্ষেত্রে ভালো কাজ করেছে। কিন্তু কিছু ক্ষেত্রে দুর্বলতা, ব্যর্থতা রয়েছে। তাই অতিদ্রুত নির্বাচন করে একটি রাজনৈতিক সরকার গঠন করে এই সমস্যার সমাধান করতে হবে। যতগুলো সংস্কার কমিশন করা হয়েছে তা রাষ্ট্র সংস্কারের ৩১ দফায় আছে। এখানে আগামী দিনের বাংলাদেশ গড়ার প্রতিফলন আছে।’

বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক ফোরাম, কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান অধ্যক্ষ আবু সাঈদ পলাশের সভাপতিত্বে এবং কমিটির ভারপ্রাপ্ত মহাসচিব অধ্যাপিকা শামীমা ইয়াসমিনের সঞ্চালনায় এ সময় আরও ছিলেন– বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগাঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি নাজমুন নাহার বেবী, জাতীয় বিশ্ববিদ্যালয় আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. আসাদুজ্জামান খান প্রমুখ।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here