ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দাপট দেখিয়ে জিতেছে বাংলাদেশ। তিনটি ম্যাচেই প্রতিপক্ষকে কোনও পাত্তা দেয়নি লিটন দাসরা। অথচ জাতীয় দলের এই সাফল্য নিয়ে সংশয় প্রকাশ করেছেন জাতীয় লিগ টি-টোয়েন্টির অন্যতম পারফরমার আলাউদ্দিন বাবু। তার মতে, বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেট এখনও বড় দলগুলোর স্তরে পৌঁছায়নি।
জাতীয় লিগ টি-টোয়েন্টি টুর্নামেন্টে রংপুরের হয়ে দুর্দান্ত খেলছেন আলাউদ্দিন। ৮ ম্যাচে নিয়েছেন ১৫ উইকেট। তার অসাধারণ পারফরম্যান্সে রংপুর ফাইনালে পৌঁছেছে। কুড়ি ওভারের ক্রিকেটের বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্সের বিষয়ে তিনি বলেছেন, ‘টি-টোয়েন্টিতে আমাদের উন্নতির অভাব স্পষ্ট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় আমাদের বড় অর্জন, কিন্তু সেটি ধারাবাহিক নয়। বড় দলগুলোর সঙ্গে খেলতে গেলে আমরা এখনও সমস্যায় পড়ি। কারণ, আমাদের সেই অভ্যাস নেই। আপনি এটাকে ফ্লুক (আকস্মিক সৌভাগ্য) বলতে পারেন, কারণ এটি নিয়মিত নয়।’
ঘরোয়া ক্রিকেটে আরও বেশি প্রতিযোগিতামূলক টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন হলে জাতীয় দল আরও শক্তিশালী হবে বলে মনে করেন তিনি, ‘আমাদের দেশে শুধু বিপিএলই একমাত্র বড় টুর্নামেন্ট। সেখানে চারজন বিদেশি খেলেন। কিন্তু জাতীয় দলে তো সবাই দেশি ক্রিকেটার। ঘরোয়া ক্রিকেটে যদি মানসম্পন্ন প্রতিযোগিতা থাকত, তবে আন্তর্জাতিক ম্যাচে মানিয়ে নিতে আমাদের এত সমস্যা হতো না।’
চলমান টি-টোয়েন্টি টুর্নামেন্টের মাধ্যমে এই ফরম্যাটে ক্রিকেটাররা দক্ষ হয়ে উঠতে পারবে বলে মনে করেন, ‘জাতীয় লিগে টি-টোয়েন্টি ম্যাচগুলো এখন প্রোফাইলে যাবে। এটি ভালো দিক। কিন্তু যদি আরও আগে থেকে এমন টুর্নামেন্ট থাকত, তাহলে আমরা উইকেটের বৈচিত্র্য বুঝতে শিখতাম। জানতাম কীভাবে বড় স্কোর তাড়া করতে হয় বা চাপ সামলাতে হয়। এখন অনেক সময় ১০৬ রান তাড়া করতেও সমস্যা হয়, আবার কেউ ২০৬ রান সহজে পেরিয়ে যায়।’