গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, কুমিল্লায় মুক্তিযোদ্ধাকে অসম্মান যারা করছে— তারা ফ্যাসিস্টদের দোসর। তারা ফ্যাসিস্ট ব্যবস্থা ফিরিয়ে আনতে চায়। শেখ হাসিনা পালিয়ে গিয়ে ভারতে বিজেপির সহায়তা নিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরির চেষ্টা করছে। আমাদের মাঝে বিভেদ তৈরির চেষ্টা চালাচ্ছে। আমাদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে।
সোমবার (২৩ ডিসেম্বর) বিকালে সিলেট মহানগরের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের জেলা কমিটির উদ্যোগে ‘রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা’র দাবিতে গণসংলাপ অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
জোনায়েদ সাকি বলেন, আমরা চাই মানুষের পরিচয়ই যাই হোক না কেন সেটা রাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ না। সবাই নাগরিক, সবার মর্যাদা নিশ্চিত করতে হবে। এর বাইরে কোনও বন্দোবস্ত চাইনা।
গণসংহতি আন্দোলন সিলেটের সংগঠক নিগাত সাদিয়ার সভাপতিত্বে ও বিশ্বজিৎ দেবনাথের পরিচালনায় সংলাপে বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদ সদস্য মনির উদ্দীন পাপ্পু, সম্পাদকমন্ডলীর সদস্য জুলহাসনাইন বাবু প্রমুখ।