মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪
Homeআর্ন্তজাতিকরাশিয়ায় আরও সেনা পাঠাবে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

রাশিয়ায় আরও সেনা পাঠাবে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

- Advertisement -spot_img

রাশিয়ার সেনাবাহিনীর জন্য উত্তর কোরিয়া আরও সেনা ও সরঞ্জাম পাঠাতে পারে বলে সতর্ক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার (২৩ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এমন দাবি করেছেন তিনি। এ সময় কুরস্ক অঞ্চলে ৩ হাজারের বেশি উত্তর কোরীয় সেনা নিহত বা আহত হওয়ার দাবিও জানান ইউক্রেনীয় প্রেসিডেন্ট। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টাস এই খবর জানিয়েছে।

একটি প্রতিবেদনে ইউক্রেনের শীর্ষ সামরিক কমান্ডার ওলেক্সান্ডার সিরস্কি জেলেনস্কিকে এই তথ্য জানিয়েছেন। এ বিষয়ে ইউক্রেন কার্যকর প্রতিক্রিয়া জানাবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।।

উত্তর কোরিয়ার প্রকৃত ক্ষয়ক্ষতির সংখ্যা সিউলের জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস)-এর প্রদান করা সংখ্যার চেয়ে বেশি। সোমবার দক্ষিণ কোরিয়া দাবি করেছে, ইউক্রেন যুদ্ধে অন্তত ১ হাজার ১০০ জন উত্তর কোরীয় সেনা নিহত বা আহত হয়েছেন।

গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা জানায়, রাশিয়ার কুরস্ক অঞ্চলে প্রায় ১০০ নিহত এবং আরও এক হাজার জন আহত হয়েছেন।

তবে যুদ্ধ ক্ষেত্রের ক্ষয়ক্ষতির দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।

এখন পর্যন্ত যুদ্ধে উত্তর কোরীয়দের মোতায়েনের বিষয়টি নিশ্চিত বা অস্বীকার করেনি রাশিয়া। পিয়ংইয়ং অবশ্য প্রথমে সেনা মোতায়েনের খবরকে ‘ভুয়া খবর’ হিসেবে প্রত্যাখ্যান করেছিল। তবে এক উত্তর কোরীয় কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, এমন মোতায়েন বৈধ।

ইউক্রেন ও এর মিত্রদের দাবি,  উত্তর কোরিয়া রাশিয়ায় প্রায় ১২ হাজার সেনা পাঠিয়েছে, যাদের কুরস্কে মোতায়েন করা হয়েছে। আগস্টে কুরস্কে বড় একটি আন্তঃসীমান্ত হামলা চালায় ইউক্রেন। এখনও কুরস্ক অঞ্চলের কিছু অংশ নিয়ন্ত্রণ করছে দেশটি।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here