• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:০০ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
ঘন কুয়াশায় বাস-মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ শৈলকূপায়।গাছে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ শৈলকুপা সব ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের আশ্বাস, অবস্থান কর্মসূচি প্রত্যাহার অস্ত্র মামলায় সম্রাটের বিচার শুরু, গ্রেফতারি পরোয়ানা জারি দক্ষিণ কোরিয়ায় এবার যাত্রীবাহী বিমানে আগুন সাত কলেজের শিক্ষার্থীদের ফের ২৪ ঘণ্টার আল্টিমেটাম যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ যোগ দেবেন জায়মা রহমান কোনো দল জনবিচ্ছিন্ন হলে ৫ আগস্টের মতো পরিণতি হবে: তারেক রহমান আগামী নির্বাচনে চ্যালেঞ্জের চেয়ে সুবিধা বেশি দেখতে পাচ্ছি : ইসি সানাউল্লাহ নড়াইলে দুই প্রতিষ্ঠানকে ৩৪ হাজার টাকা জরিমানা

পশ্চিমবঙ্গে ভারতীয় পরিচয়পত্রসহ দুই বাংলাদেশি গ্রেফতার

রিপোর্টার নাম: / ২০ জন দেখেছে
আপডেট : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
পশ্চিমবঙ্গে ভারতীয় পরিচয়পত্রসহ দুই বাংলাদেশি গ্রেফতার

পশ্চিমবঙ্গে ভারতীয় পরিচয়পত্রসহ দুই বাংলাদেশিকে গ্রেফতার করার কথা জানিয়েছে স্থানীয় পুলিশ। আইনপ্রয়োগকারী সংস্থাটি বলছে, রবিবার (২২ ডিসেম্বর) রাতে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার ছাতায়ডুবি এলাকা থেকে এক বাংলাদেশিকে করা হয়েছে। তার নাম শওকত শেখ (৩২)। একই দিন সন্ধ্যায় দক্ষিণ দিনাজপুর জেলার হিলি আন্তর্জাতিক স্থলবন্দর দিয়ে বাংলাদেশে যাওয়ার সময় রাতুল বসাক (২৩) নামে আরেক জনকে গ্রেফতার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, ভারতীয় ঠিকানা অনুযায়ী গ্রেফতারকৃত শওকাত শেখের (৩২) বাবার নাম নওশাদ আলী। পরে পুলিশ জানতে পারে তার প্রকৃত বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলার গোদাগাড়ী এলাকায়। সেখানে তার বাবার নাম মহম্মদ ইব্রাহিম। বছর চারেক আগে ভারতে প্রবেশ করেন তিনি। এরপর থেকে এখানেই শ্রমিক হিসেবে কাজকর্ম করেন শওকত

বর্তমানে তার কাছে ভারতীয় পরিচয়পত্র আছে। তিনি লালগোলা এলাকায় এসে আধার কার্ড, ভোটার কার্ড তৈরি করেছেন। তাকে অনুপ্রবেশকারী আইন ও জাল নথি তৈরির আইনে মামলা দিয়ে পুলিশ সোমবার লালবাগ মহকুমা আদালতে তোলে। পরে সাত দিনের রিমান্ড দিয়েছেন বিচারক।

এদিকে রবিবার সন্ধ্যায় হিলি আন্তর্জাতিক স্থলবন্দরে গ্রেফতার রাতুল বসাকের (২৩) প্রকৃত বাড়ি বাংলাদেশের বগুড়ায়। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার দুর্গাপুর এলাকার ঠিকানা ব্যবহার করে চলতি বছরের শুরুতে পাসপোর্ট তৈরি করেন রাতুল। যদিও তিনি আরও আগে থেকেই ভারতে অবস্থান করছেন। তিনি কীভাবে ভারতে এলেন, কোথা থেকে পাসপোর্টসহ একাধিক ভারতীয় নথি তৈরি করলেন, তা খতিয়ে দেখছে হিলি থানার পুলিশ।

হিলি ইমিগ্রেশন চেকপোস্ট সূত্রে জানা গেছে, ওই রাতুল বসাকের কাছে ভুয়া ভারতীয় পাসপোর্ট উদ্ধার হয়েছে। এছাড়াও আধার কার্ড, প্যান কার্ড ও ভোটার কার্ডও উদ্ধার করা হয়েছে। তার কাছ থেকে বাংলাদেশি পাসপোর্ট ও সচিত্র পরিচয়পত্র উদ্ধার হয়েছে। 

জানা গিয়েছে, রাতুল ভারতে এসে জাল পরিচয়পত্র তৈরি করেছিলেন, তা দিয়েই ভারতীয় পাসপোর্ট তৈরি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ