সূর্যের কাছাকাছি দিয়ে পরিভ্রমণ করে ইতিহাস গড়তে চলেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার একটি মহাকাশযান। সৌরজগতের একমাত্র নক্ষত্রের ৬২ লাখ কিলোমিটার দূর দিয়ে মহাকাশযানটিকে অতিক্রম করানোর প্রচেষ্টা চলছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি প্রকাশিত মঙ্গলবারের (২৪ ডিসেম্বর) একটি প্রতিবেদনে এ খবর জানা গেছে।
পার্কার সোলার প্রোব নামের এই মহাকাশযানটি ২০১৮ সালে উৎক্ষেপিত হয়েছিল। এটি ইতোমধ্যেই ২১ বার সূর্যকে অতিক্রম করেছে। তবে ২৪ ডিসেম্বর এটি সূর্যের সবচেয়ে কাছাকাছি এসে রেকর্ড করতে পারে। তখন এটি সূর্য থেকে মাত্র ৬২ লাখ কিলোমিটার দূরে অবস্থান করবে। সূর্য ও পৃথিবীর মাঝে প্রায় ১৫ কোটি কিলোমিটার দূরত্ব এবং সূর্য পৃষ্ঠের প্রায় সাড়ে পাঁচ হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিবেচনায় নিলে এই দূরত্ব আসলেই অনেক কম।
গত কয়েকদিন ধরে অবশ্য মহাকাশযানটির সঙ্গে যোগাযোগ করতে পারছেন না বিজ্ঞানীরা। ২৮ ডিসেম্বর আন্তর্জাতিক সময় ৫ টায় একটি বার্তা পাওয়ার আশা করছেন তারা। ওই বার্তা পেলেই নিশ্চিত হওয়া যাবে যে, মহাকাশযানটি ঠিকমতো কার্যক্রম পরিচালনা করতে পারছে কিনা।
নাসার বিজ্ঞান বিভাগের প্রধান ড. নিকোলা ফক্স বিবিসি নিউজকে বলেছেন, মানুষ সূর্য নিয়ে শত শত বছর ধরে গবেষণা করেছে। তবে কোথাও না গিয়ে সেই জায়গার পুরো চিত্র পাওয়া যায় না।
আশা করা হচ্ছে, এই অভিযানের মাধ্যমে সূর্যের গঠন ও ক্রিয়া নিয়ে আরও বিস্তারিত জানতে পারবেন বিজ্ঞানীরা।