বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
Homeরাজনীতিদ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতায় জনগণ ক্ষুব্ধ: লেবার পার্টি

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতায় জনগণ ক্ষুব্ধ: লেবার পার্টি

- Advertisement -spot_img

লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতায় জনগণ ক্ষুব্ধ। আওয়ামী লীগের পতন হলেও কালোবাজারি সিন্ডিকেটের পতন হয়নি, শুধু হাতবদল হয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) বিকালে রাজধানীর কামরাঙ্গীরচরে অগ্রণী ব্যাংক চত্বরে এক সমাবেশে তিনি একথা বলেন। লেবার পার্টি কামরাঙ্গীচর থানা শাখা এই সমাবেশের আয়োজন করে।

মোস্তাফিজুর রহমান ইরান বলেন, নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে জনগণ দিশেহারা। সরকারের কোনও পদক্ষেপই কালোবাজারি সিন্ডিকেটের অপতৎপরতা রুখতে পারছে না। তাই অন্তর্বর্তীকালীন সরকারের উচিত তত্ত্বাবধায়ক সরকার পুনঃবহাল করে ৬ মাসের মধ্যে জাতীয় নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা।

কামরাঙ্গীরচর থানা লেবার পার্টির সভাপতি মো. লোকমান হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুর রহমানের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান  এসএম ইউসুফ আলী, অ্যাডভোকেট জহুরা খাতুন জুঁই, মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব আবদুর রহমান খোকন, মুফতি তরিকুল ইসলাম সাদী, মহানগর সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, ছাত্রমিশন সভাপতি সৈয়দ মো. মিলন, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মামুন, ঢাকা মহানগর আহবায়ক রায়হান উদ্দিন সনি ও সদস্য সচিব মো. সিয়াম মোল্লা প্রমুখ।

 

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here