প্রায় দুই দশক ধরে চলছে বিতর্ক, লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর মধ্যে কে সেরা? ইউরোপিয়ান ফুটবল ছেড়ে দুজন ভিন মহাদেশে পাড়ি জমালেও এই প্রশ্নের সন্তোষজনক উত্তর সম্ভবত এখনও কেউ দিতে পারেনি। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে একটি অনুষ্ঠানে এনিয়ে কথা বলতে হয়েছে তাকে।
বিশ্বের সর্বোচ্চ সাবস্ক্রাইবড ইউটিউবার মিস্টার বিস্টকে নিয়ে একটি অনুষ্ঠান করেছেন রোনালদো। আমেরিকান ইউটিউবারের সঙ্গে পেনাল্টি চ্যালেঞ্জে অংশ নেন তিনি। মিস্টার বিস্টের সঙ্গে ছিলেন তার আরও তিন বন্ধু। ভিডিওর নাম ছিল ‘রোনালদোকে থামাতে কতজন গোলকিপার দরকার?’
ওই ভিডিওতে মিস্টার বিস্টকে চিৎকার করে বলতে শোনা যায়, ‘নোলান (আরেক বন্ধুর দিকে ইঙ্গিত করে) বলেছে, সে তোমাকে পছন্দ করে না। সে তোমাকে গোট (সর্বকালের সেরা) মনে করে না।’
তারপর তিনি আরও বলেন, ‘ওই যে নোলানকে দেখছো, সে মেসিকে সেরা মনে করে। সে বলে সকার, মেসিকেই বলে গোট।’
সঙ্গে সঙ্গে সিআরসেভেন মুখ খোলেন, ‘কে বলেছে মেসি আমার চেয়ে সেরা?’ বলেই অট্টহাসিতে ফেটে পড়েন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।