বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
Homeবিনোদনত্রিপুরা সম্প্রদায়কে সব ধরনের সহযোগিতার নির্দেশ প্রধান উপদেষ্টার

ত্রিপুরা সম্প্রদায়কে সব ধরনের সহযোগিতার নির্দেশ প্রধান উপদেষ্টার

- Advertisement -spot_img

বান্দরবানে ত্রিপুরা সম্প্রদায়ের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে ত্রিপুরা সম্প্রদায়কে সব ধরনের সহযোগিতার নির্দেশ দিয়েছেন তিনি।

বুধবার (২৫ ডিসেম্বর) রাতে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বান্দরবানের লামা উপজেলায় ত্রিপুরা সম্প্রদায়ের বাড়িতে অগ্নিসংযোগের তীব্র নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বান্দরবান পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আসামিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। এই ঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক ও বান্দরবান পার্বত্য জেলার পুলিশ প্রধানরা ত্রিপুরা সম্প্রদায়ের গ্রাম পরিদর্শনে যাবেন। অগ্নিদগ্ধ ঘর পুনঃনির্মাণে সব ধরনের সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। এছাড়া সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here