শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
Homeরাজনীতিইসলামী ছাত্রীসংস্থার বার্ষিক সদস্যা সম্মেলনে জামায়াতের আমির ও সেক্রেটারি

ইসলামী ছাত্রীসংস্থার বার্ষিক সদস্যা সম্মেলনে জামায়াতের আমির ও সেক্রেটারি

- Advertisement -spot_img

বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা আয়োজিত কেন্দ্রীয় সভানেত্রী ডাক্তার তাহসিনা ফাতিমার সভানেত্রীত্বে অনুষ্ঠিত বার্ষিক সদস্যা সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে অংশ নিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ৮টায় তা’মিরুল মিল্লাত কামিল মাদ্রাসার শহীদ আবদুল মালেক মিলনায়তনে এ সম্মেলন হয়। রাত সাড়ে ৯টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে সংবাদমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

শফিকুর রহমান বলেছেন, ‘বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থাকে ছাত্রী অঙ্গনে ইতিবাচক ভূমিকা পালনের মাধ্যমে ছাত্রীদের উন্নত নৈতিক চরিত্র গঠনে অগ্রণী ভূমিকা রাখতে হবে। একাডেমিক ক্ষেত্রে যেমন এক্সিলেন্সি অ্যাওয়ার্ড অর্জন করতে হবে, তেমনি নৈতিকতা ও মূল্যবোধের স্থানেও এক্সিলেন্সি অর্জন করতে হবে।’

সাংগঠনিক কাজ গতিশীল ও সহজবোধ্য করার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘ছাত্রীসংস্থার রিপোর্ট সিস্টেমসহ যাবতীয় সাংগঠনিক কার্যক্রম ছাত্রীসমাজের উপযোগী করে উপস্থাপন করতে হবে।’

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here