দুই মাস পর সাদা পোশাকে মাঠে নামবেন বাবর আজম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়ন টেস্টের একাদশ ঘোষণা করেছে পাকিস্তান। বোলিং ফ্রন্টে চমক মোহাম্মদ আব্বাস। তিন বছর পর ফিরছেন এই অভিজ্ঞ পেসার।
ইংল্যান্ডের বিপক্ষে শেষ দুই টেস্টে পাকিস্তানের একাদশে ছিলেন না বাবর। এই বছর টেস্টে ফর্মহীন আব্দুল্লাহ শফিকের জায়গা নিলেন তিনি। তার গড় ১৫.৮১। তাছাড়া ইতিহাসের প্রথম ওপেনার হিসেবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তিন ডাক মারেন।
বাবর ফেরায় অধিনায়ক শান মাসুদ ওপেনিং করবেন সাইম আইয়ুবের সঙ্গে। তিনি ওপেনার হিসেবে টেস্ট ক্যারিয়ার শুরু করলেও বাঁহাতি ব্যাটার ২০২২ সাল থেকে ওপেনিং করেননি।
খুররাম শেহজাদ ও আমির জামাল আছেন, শিরোনাম কেড়েছেন আব্বাস। ৩৪ বছর বয়সী পেসার ২০২১ সালে শেষবার টেস্ট খেলেন। তার দুই বছর আগে দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলে নজর কাড়তে পারেননি। দুই টেস্টে পাঁচ উইকেট নেন ৪৬.৫০ গড়ে।
পাকিস্তানের পেস আক্রমণের দায়িত্বে থাকবেন নাসিম শাহ। অলরাউন্ডার সালমান আগা একমাত্র স্পিনার।
পাকিস্তান একাদশ:
শান মাসুদ (অধিনায়ক), সাইম আইয়ুব, বাবর আজম, কামরান গুলাম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সৌদ শাকিল, সালমান আলী আগা, আমির জামাল, নাসিম শাহ, খুররাম শেহজাদ ও মোহাম্মদ আব্বাস।