বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন মৌসুম শুরু হচ্ছে আগামীকাল। এবারের আসরে চিটাগং কিংস নিয়োগ দিয়েছে অফিশিয়াল সঞ্চালক। এর মধ্যেই তাঁকে দেখা গেছে ঢাকার মাঠে। কে এই সঞ্চালক? ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে বিস্তারিত।
বাইরের দেশের ফ্র্যাঞ্চাইজির লিগগুলোতে অনেক দলই নিজেদের সঞ্চালক নিয়োগ দিয়ে থাকে, তবে বিপিএলে আগে খুব একটা দেখা যায়নি। এবারের আসরের জন্য ভারতীয়-কানাডীয় মডেল ইয়েশা সাগরকে নিয়োগ দিয়েছে চিটাগং কিংস। ইয়েশার ইনস্টাগ্রাম থেকে
বিপিএলে কাজ করতে ইয়েশা এর মধ্যেই ঢাকা এসেছেন, মাঠ থেকে জানাচ্ছেন দলটির অনুশীলনের নানা খবর। ইয়েশার সঞ্চালনায় এসব ভিডিও দেখা যাচ্ছে দলটির অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে।
এর আগে কানাডায় অনুষ্ঠিত টি-২০ ফ্র্যাঞ্চাইজি লিগ গ্লোবাল টি-২০-তে সঞ্চালনা করে আলোচনায় আসেন ইয়েশা।
পশ্চিমবঙ্গের গণমাধ্যম এই সময় জানিয়েছে, ১৯৯৫ সালের ১৪ সেপ্টেম্বর ইয়েশার জন্ম পাঞ্জাবে। তিনি পেশায় একজন অভিনেত্রী ও মডেল। এ ছাড়া পাঞ্জাবি মিউজিক ইন্ডাস্ট্রিতেও বেশ নাম কুড়িয়েছেন তিনি।
ইয়েশা ভারতেই স্নাতক করেন। ২০১৫ সালে টরন্টোতে চলে যান। পড়াশোনার সময় তাঁর এক সতীর্থ তাঁকে প্রথম মিউজিক ভিডিওতে কাজ করার সুযোগ দেন।
ইয়েশাকে নিয়োগ দেওয়ার পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে চিটাগং কিংস জানিয়েছে, ইয়েশার গ্ল্যামার, স্টাইল ও প্যাশন বিপিএলে ভিন্ন মাত্রা যোগ করবে।