বৃহস্পতিবার, জানুয়ারি ২, ২০২৫
শিরোনাম:
Homeসারাদেশখেলনা পিস্তল দিয়ে মহাসড়কে ডাকাতির চেষ্টা

খেলনা পিস্তল দিয়ে মহাসড়কে ডাকাতির চেষ্টা

- Advertisement -spot_img

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় মো. জাহেদ (২৭) নামের এক ব্যক্তিকে একটি প্রাইভেট কারসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

 

গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে মো. জাহেদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ছুরি, খেলনা পিস্তল, রড ও লেজার লাইট উদ্ধার করা হয়। গ্রেপ্তার জাহেদের বাড়ি উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নে।

 

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান প্রথম আলোকে বলেন, মো. জাহেদসহ সাত থেকে আটজনের একটি ডাকাত দল বাঁশবাড়িয়া এলাকায় মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। তারা মূলত একটি প্রাইভেট কার নিয়ে মহাসড়কের বিভিন্ন স্থানে ঘোরে। এরপর সুবিধাজনক স্থানে গাড়ি থামিয়ে ডাকাতির পরিকল্পনা করেছিল।

 

খবর পেয়ে পুলিশের একটি দল বাঁশবাড়িয়া বাজারে অভিযান চালান। এ সময় সাত থেকে আটজন ডাকাত পালিয়ে যায়। পুলিশ ধাওয়া করে জাহেদকে গ্রেপ্তার করে। পরে গাড়িসহ থানায় নিয়ে আসে।

 

আজ সোমবার জাহেদকে আসামি করে সীতাকুণ্ড থানায় একটি ডাকাতি প্রস্তুতির মামলা করেছে পুলিশ। গ্রেপ্তার জাহেদকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here