বৃহস্পতিবার, জানুয়ারি ২, ২০২৫
শিরোনাম:
Homeসারাদেশবিএনপি নেতা ১৫ দিনের আলটিমেটাম দিলেন পুলিশকে

বিএনপি নেতা ১৫ দিনের আলটিমেটাম দিলেন পুলিশকে

- Advertisement -spot_img

রাজশাহীর বাগমারায় ছাত্র-জনতার অভ্যুত্থানের সময়ে গত ৫ আগস্ট অস্ত্র হাতে মহড়া দেওয়া আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ক্যাডারদের গ্রেপ্তার এবং অস্ত্র উদ্ধারে পুলিশকে ১৫ দিনের আলটিমেটাম দিয়েছেন বিএনপির নেতা সৈয়দ শাহিন শওকত। এই সময়ের মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করা না হলে দায়িত্বপ্রাপ্তদের বাগমারা থেকে বিতাড়িত করার ঘোষণা দেন তিনি।

 

রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে উপজেলা পৌর বিএনপির সম্মেলনে বিএনপির রাজশাহী বিভাগের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত বক্তব্যে এ কথা বলেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ শাহিন শওকত বলেন, ‘আওয়ামী লীগের সন্ত্রাসী, অস্ত্রধারী গুণ্ডাদের গ্রেপ্তার করেননি। তাদের না ধরে অপরাধের মাত্রা কিন্তু বাড়িয়েছেন। জনগণের কাছে এর জবাবদিহি করতে হবে।’

 

এসময় তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘আপনাদের এক মাসের নয়, ১৫ দিনের সময় দেওয়া হলো, এই সময়ের মধ্যে অস্ত্রধারী ব্যক্তিদের গ্রেপ্তার না করলে বাগমারা থেকে আপনাদের বিতাড়িত করা হবে।’

 

সম্মেলনে স্থানীয় বক্তারা অভিযোগ করেন, ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের দিনে বাগমারায় আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের ক্যাডাররা প্রকাশ্যে অস্ত্র হাতে মহড়া দিয়েছেন। তারা এসব অস্ত্র নিয়ে জনতার ওপর হামলা করেছেন। তবে এসব অস্ত্রধারী ব্যক্তিরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। প্রশাসন তাদের ধরছে না।

 

এ বিষয়ে বাগমারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, ৫ আগস্টের ঘটনার যেসব মামলা হয়েছে, আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। আসামি, অভিযুক্ত ও তদন্তে যাদের নাম আসছে আমরা তাদের আইনের আওতায় নিয়ে আসছি। তাদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

১৫ দিনের আলটিমেটামের বিষয়ে ওসি বলেন, আমরা কাজ করছি। অনেক আসামি ধরেছি। এখন কে কী বলল সেটা কীভাবে বলব বলেন?

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here