মঙ্গলবার, জানুয়ারি ৭, ২০২৫
শিরোনাম:
Homeসারাদেশজাহাঙ্গীরনগরে উপাচার্যের আশ্বাসে অনশন ভাঙলেন আইন বিভাগের তিন শিক্ষার্থী

জাহাঙ্গীরনগরে উপাচার্যের আশ্বাসে অনশন ভাঙলেন আইন বিভাগের তিন শিক্ষার্থী

- Advertisement -spot_img

ফলাফল পুনর্মূল্যায়নসহ তিন দফা দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের তিন শিক্ষার্থী অনশন ভেঙেছেন। গতকাল সোমবার রাত পৌনে দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে ডাবের পানি পান করে তাঁরা অনশন ভাঙেন।

 

অনশনকারী শিক্ষার্থীরা হলেন মো. আসাদুজ্জামান, মালিহা হাসান ও রফা রওনক। এর মধ্যে রফা রওনক গতকাল অসুস্থ হয়ে সাভারের একটি বেসরকারি মেডিকেল হাসপাতালে ভর্তি হন।

এর আগে গত রোববার সন্ধ্যা থেকে আইন অনুষদের তিনজন শিক্ষার্থী তিন দফা দাবিতে আমরণ অনশন শুরু করেন। তাঁদের দাবি তিনটি ছিল আইন অনুষদের ৪৯তম ব্যাচ থেকে ৫১তম ব্যাচের প্রকাশিত ফলাফল পুনর্মূল্যায়ন, ভর্তি পরীক্ষায় আইন অনুষদের জন্য আগের মতো আলাদা ইউনিট করা ও স্থায়ী ভবন বরাদ্দ করা।

 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল সিন্ডিকেট সভা শেষে দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান, সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ, প্রক্টর অধ্যাপক রাশিদুল আলমসহ কয়েকজন শিক্ষক অনশনকারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। উপাচার্যের আশ্বাসে তাঁরা ডাবের পানি পান করে অনশন ভাঙেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, সিন্ডিকেট তাদের ফলাফল পুনর্মূল্যায়নের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। আর ভবন বরাদ্দের বিষয়ে কলা ও মানবীকি অনুষদ ভবনের পাঁচতলা বরাদ্দ দেওয়ার বিষয়ে বিবেচনা করার পরিকল্পনা এবং পরীক্ষা-নিরীক্ষার বিষয় আছে।

 

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here