গত শনিবার বিকেলে মুক্তি পেয়েছে সালমান খান অভিনীত ছবি ‘সিকান্দার’-এর টিজার। এ আর মুরুগাদস পরিচালিত এই অ্যাকশনধর্মী ছবির টিজার মুক্তির সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে হুলুস্থুল ফেলে দিয়েছে। এই ছবির টিজার মুক্তির মাত্র কয়েক ঘণ্টার মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত হয়েছে। ‘সিকান্দার’-এর টিজার মুক্তির ২৪ ঘণ্টার মধ্যে ইউটিউবে এক নম্বরে ট্রেন্ড হচ্ছে। এই দৌড়ে ভাইজানের ‘সিকান্দার’ আল্লু অর্জুন ও শাহরুখ খানকে পেছনে ফেলে দিয়েছে।
‘সিকান্দার’-এর টিজার ইউটিউবে মুক্তির মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ৪২ মিলিয়নের বেশিবার দেখা হয়েছে। সমালোচকেরা মনে করছেন, সালমানের এই ছবির টিজার অনেক রেকর্ড ভেঙে দিয়েছে। আর সারা দুনিয়ার সামাজিক যোগাযোগমাধ্যমে এক নম্বরে ট্রেন্ড হচ্ছে। এর ‘ভিউ’ প্রতি ঘণ্টায় ২ মিলিয়ন। ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ‘ভিউ’ পাওয়া টিজার হিসেবে বলিউডি ছবির তালিকায় ‘সিকান্দার’ ছবির স্থান দ্বিতীয়।
সালমানের এই ছবির আগে আছে প্রভাসের ‘আদিপুরুষ’-এর টিজার। প্রভাসের এই ছবির টিজার প্রথম ২৪ ঘণ্টায় ৬৯ বার দেখা হয়েছিল। ‘সিকান্দার’ সালমান অভিনীত প্রথম ছবি, যা ৩৯ মিলিয়নের বেশি ভিউ পেয়েছে।
এই দৌড়ে সালমান তাঁর নিজের ছবি ‘ভারত’কে পেছনে ফেলে দিয়েছেন। সালমানের এই ছবি ২১ দশমিক ৫ মিলিয়ন ভিউ দিয়ে শুরু করেছিল ভারতীয় ছবির তালিকায় ‘সিকান্দার’-এর স্থান এখন পঞ্চম।
সালমান খানের ‘সিকান্দার’ ছবির টিজার ২৪ ঘণ্টা ভিউজের নিরিখে আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’ আর শাহরুখ খানের ‘ডানকি’কে পেছনে ফেলে দিয়েছে। ১০ শীর্ষ স্থানীয় টিজারের তালিকায় এখন পঞ্চম স্থানে আছে ‘সিকান্দার’। এই তালিকায় সবার ওপরে আছে প্রভাসের ‘সালার পার্ট : ১ সিজফায়ার’। এই ছবির ভিউর সংখ্যা ছিল ৮৩ মিলিয়ন। আর সুকুমার পরিচালিত ‘পুষ্পা ২ : দ্য রুল’ ছবির ভিউ ছিল ৩৯ দশমিক ৩ মিলিয়ন। এই ছবির স্থান ষষ্ঠ। আর শাহরুখের ‘ডানকি’ ৩৬ দশমিক ৮ মিলিয়ন ভিউ নিয়ে সপ্তম স্থানে আছে।
‘সিকান্দার’ ছবির দুই নায়িকা হলেন রাশমিকা মান্দানা ও কাজল আগরওয়াল। ২০২৫ সালের ঈদে সালমানের ছবিটি মুক্তি পাবে।