‘পুষ্পা ২: দ্য রুল’ ছবির সফলতার জন্য অভিনন্দন জানাল বলিউড তারকা আমির খানের প্রযোজনা সংস্থা। জাবাবে ধন্যবাদ জানালেন প্যান ইন্ডিয়া তারকা আল্লু অর্জুন। তবে এখনো আমিরের ‘দঙ্গল’ ছবির রেকর্ড ভাঙতে পারেনি আল্লুর ‘পুষ্পা ২’।
গত ৫ ডিসেম্বর মুক্তি পেয়েছে সুকুমার পরিচালিত ছবি ‘পুষ্পা ২: দ্য রুল’। তার পর থেকে একের পর এক রেকর্ড ভেঙেছে আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা অভিনীত ছবিটি।
‘পুষ্পা ২’-এর সফলতা দেখে আমির খান প্রযোজনা সংস্থা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছে, ‘“পুষ্পা ২: দ্য রুল” ছবির ব্লকবাস্টার সফলতার জন্য একেপির (আমির খান প্রোডাকশন) পক্ষ থেকে অসংখ্য অভিনন্দন। আপনাদের অবিরাম সফলতা কামনা করি। ভালোবাসা। টিম একেপি।’
জবাবে আল্লু অর্জুন এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘আপনার অসংখ্য শুভকামনার জন্য অনেক অনেক ধন্যবাদ। একেপির পুরো দলের কাছে আমি কৃতজ্ঞ।’ আমিরের এই পোস্ট ঘিরে ‘পুষ্পা ২’ ছবির নির্মাতা মাইথ্রি মুভি মেকার্স এক্স হ্যান্ডলে লিখেছে, ‘একেপিকে ধন্যবাদ। “পুষ্পা ২”-এর এই সফলতা আমাদের ভারতীয় সিনেমার শক্তি দেখিয়েছি। একেপির প্রত্যেককে জানাই নববর্ষের শুভেচ্ছা।’
‘পুষ্পা ২’ ছবি মুক্তির ২৫ দিনে ১ হাজার ৭৬০ কোটি রুপি আয় করেছে। এই ছবির হিন্দি সংস্করণ আয় করেছে ১ হাজার কোটি রুপির বেশি। তবে আমির খানের ‘দঙ্গল’ ছবির বিশ্বব্যাপী রেকর্ডকে এখনো টেক্কা দিতে পারেনি আল্লুর এই ছবি। ‘দঙ্গল’ সারা দুনিয়ায় ব্যবসা করেছিল ২ হাজার ৭০ কোটি রুপি।