রবিবার, জানুয়ারি ৫, ২০২৫
শিরোনাম:
Homeআইন-অপরাধরাজধানীর গাবতলীতে দিনমজুরকে 'পিটিয়ে' হত্যা করা হয়েছে।

রাজধানীর গাবতলীতে দিনমজুরকে ‘পিটিয়ে’ হত্যা করা হয়েছে।

- Advertisement -spot_img

রাজধানীর গাবতলীর দ্বীপনগরে ‘পূর্ববিরোধের’ জেরে মুকুল শেখ (৩৭) নামের এক ব্যক্তিকে ‘পিটিয়ে’ হত্যার অভিযোগ পাওয়া গেছে। একই ঘটনায় তাঁর ভাই রাব্বানি শেখ আহত হয়েছেন।

গতকাল বুধবার রাতে এই ঘটনা ঘটে বলে জানান আহত রাব্বানি শেখ। তিনি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

মুকুলের লাশ ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।

মুকুলের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায়। বাবার নাম দুলাল শেখ। মুকুল পেশায় দিনমজুর ছিলেন।

ভাই রাব্বানি শেখ বলেন, তাঁরা রাজধানীর মিরপুরের গাবতলী এলাকায় দিনমজুর হিসেবে কাজ করে আসছিলেন। গ্রামের বাড়িতে প্রতিবেশীদের সঙ্গে জমিজমা নিয়ে তাঁদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধে জেরে গতকাল রাত ৮টার দিকে গাবতলীর দ্বীপনগর এলাকায় ১৫ থেকে ২০ জন ব্যক্তি তাঁদের পথরোধ করেন। তাঁদের পিটিয়ে আহত করেন। মুকুল গুরুতর আহত হন। আশপাশের লোকজনের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। রাত ১০টা ৫০ মিনিটের দিকে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

মুকুলের স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে আছে। তাঁরা গ্রামের বাড়িতে থাকেন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here