রবিবার, জানুয়ারি ৫, ২০২৫
শিরোনাম:
HomeUncategorized‘স্কুইড গেম ২’ ঝড় তুলেছে।

‘স্কুইড গেম ২’ ঝড় তুলেছে।

- Advertisement -spot_img

২০২১ সালের ‘স্কুইড গেম’ মুক্তির পর বিশ্বজুড়ে আলোচনার ঝড় উঠেছিল। এমিসহ বেশ কয়েকটি পুরস্কার বাগিয়েছিল সিরিজটি। একের পর এক রেকর্ড ভেঙেছিল। তিন বছর অপেক্ষার পর সিরিজের দ্বিতীয় মৌসুম মুক্তি পেয়েছে।

গত ২৬ ডিসেম্বর ‘স্কুইড গেম ২’ মুক্তির পরপরই দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে। রীতিমতো ঝড় তুলেছে। দ্য কোরিয়া টাইমস এক প্রতিবেদনে লিখেছে, মুক্তির এক দিনের ব্যবধানে ব্যবধানে নেটফ্লিক্সের বৈশ্বিক সিরিজের তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে ‘স্কুইড গেম ২’।

ফোর্বস লিখেছে, নেটফ্লিক্স সক্রিয় থাকা বিশ্বের ৯৩টি দেশ থেকে সিরিজটি দেখছেন দর্শকেরা; প্রতিটি দেশেই তালিকার শীর্ষে রয়েছে সিরিজটি। শেষ পর্যন্ত সিরিজটি কোথায় গিয়ে থামে, সেটাই দেখার বিষয়।

থ্রিলার সিরিজটি রচনা ও পরিচালনা করেছেন হোয়াং ডং-হিউক। প্রথম মৌসুমের মতো দ্বিতীয় মৌসুমেও মূল চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা লি জাং জে। তিনি ছাড়াও প্রথম মৌসুমের অনেকেই রয়েছেন। পাশাপাশি আই এম সিওয়ান, কাং হা নেউল, লি জিন উক, পার্ক গিয়ু ইয়ংসহ আরও অনেককে দেখা গেছে।

এর আগে গত আগস্টে নেটফ্লিক্স জানিয়েছিল, সিরিজটির তৃতীয় মৌসুমেরও কাজ চলছে। সেটি আগামী বছর মুক্তির পরিকল্পনা রয়েছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
এই বিভাগের অন্যান্য সংবাদ
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here