বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কালিয়া উপজেলা ছাত্রদল কতৃক আয়োজিত ৮দলীয় জিয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
খেলায় হামিদপুর ইউনিয়ন ১-০গোলে জয় লাভ করেন ও কলাবাড়িয়া ইউনিয়ন রানারআপ হন।
বৃহস্পতিবার( ২ জানুয়ারি) বিকালে সরকারি শহীদ আব্দুস সালাম কলেজ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
কালিয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক স.ম রাকিবুজ্জামান পাপ্পু এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য ও নড়াইল জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স.ম ওয়াহিদুজ্জামান মিলু, সহ সভাপতি নড়াইল জেলা বিএনপি ও সাধারন সম্পাদক কালিয়া উপজেলা বিএনপি, শেখ সেলিম হোসেন সভাপতি কালিয়া পৌর বিএনপি, আসজাদুর রহমান মিঠু, কোষাধ্যক্ষ নড়াইল জেলা বিএনপি, রেজাই রাব্বি কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক নড়াইল জেলা বিএনপি, মনিরুজ্জামান মনা, সরদার তরিকুল ইসলাম, সদস্য সচিব কালিয়া উপজেলা ছাত্রদলসহ বিভিন্ন নেতা কর্মী উপস্থিত ছিলেন।
উক্ত ফাইনাল ম্যাচে হামিদপুর ইউনিয়ন ও কলাবাড়ীয়া ইউনিয়ন এর মধ্যকার খেলায় হামিদপুর ইউনিয়ন ১ গোলে জয় লাভ করেন ও কলাবাড়িয়া ইউনিয়ন রানারআপ হয়েছেন।
প্রথম পুরস্কার হিসাবে মটর সাইকেল ও দ্বিতীয় পুরস্কার হিসাবে ফ্রিজ উপহার দেওয়া হয়।